শিরোনাম
সাড়ে পাঁচ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু অভিনব কায়দায় ডাকাতি, বগুড়ায় র‍্যাবের জালে তিন আসামি গ্রেফতার দিনাজপুরে র‍্যাবের অভিযানে অবৈধ বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: উপদেষ্টা রিজওয়ানা রংপুরে নকলসহ ধরা পড়ে শিক্ষকের কারাবাস, মুক্তির পর সেই শিক্ষককে ফুলের মালা পড়ালো পরীক্ষার্থীরা! গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি, কমেছে দাম ‘বাংলাদেশ সীমান্তবর্তী’ এলাকায় আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন ভারতীয়রা বগুড়ার শাজাহানপুরে আলামিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ লালমনিরহাটের যুবক বগুড়ায় ২০ বোতল ফেনসিডিলসহ আটক
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

জামায়াতের পথসভায় বিএনপির হামলা, আহত ৫

ডেস্ক রিপোর্ট / ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে একজনের নাম মাহাবুব বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নেতাকর্মীরা।

শনিবার (১৪ জুন) বিকেলে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের গহরদি বাদশার বাড়ি এলাকায় পথসভায় এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বিকেল ৩টার দিকে গহরদী এলাকায় গণসংযোগ কর্মসূচি চালাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের কর্মসূচিতে বাধা দেয়। প্রথমে তর্ক বিতর্ক পরে হামলার ঘটনা ঘটে।

উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোতাহার হোসেন জানান, স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে এ হামলা হয়। হামলায় অন্তত ৫ জন আহত হয়। এদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আড়াইহাজারে নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা জানান, বিনা উস্কানিতে এ হামলার ঘটনা ঘটিয়েছে তারা। অবিলম্বে হামলাকারীদের বিচার হতে হবে।

এ ব্যাপারে জানতে শাহজাহান শিকারীর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ