শিরোনাম
শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিল বিএনপি-ছাত্রদল এবার ৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে অনশনে বসেছে ৭৫ বছরের বৃদ্ধ দুই দশক পর বিটিভিতে ফিরতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি’ বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমোদন বাতিলের আহবান বগুড়ায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিমের অভিযানে ৬টি হাতবোমা উদ্ধার ও ধ্বংস র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদেশে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’ হাতে পেলেন প্রধান উপদেষ্টা একদিকে ভারতের সর্বনাশ, আরেকদিকে বাংলাদেশের ‘পৌষ মাস’ মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার বগুড়ায় বিএনপি নেতার বাড়িতে প্রবাসীর স্ত্রীর বিয়ের দাবিতে অনশন
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

ভারতের ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৪

ডেস্ক নিউজ : / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

ভারতের আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জনে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে উড়োজাহাজটির ফ্লাইট ডেটা রেকর্ডার (ব্ল্যাক বক্স)।

বিবিসি জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় উড়োজাহাজটির ফ্লাইট ডেটা রেকর্ডার (ব্ল্যাক বক্স)। তদন্তের দায়িত্ব নিয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। উড়োজাহাজের দ্রুত অবতরণ এবং নিয়ন্ত্রণ হারানোর কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই বিশ্লেষণ শুরু হয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কেন্দ্রীয় সরকার নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আহতদের দেখতে যান আহমেদাবাদ সিভিল হাসপাতালে এবং একমাত্র জীবিত যাত্রী বিশ্বকুমার রমেশের সঙ্গে কথা বলেন।

হাসপাতালের শয্যা থেকে ডিডি নিউজকে রমেশ বলেন, উড়োজাহাজের সবুজ ও সাদা আলোগুলো হঠাৎ জ্বলে উঠল, তারপরই আমি অনুভব করি কিছু একটা ভয়ানক হতে যাচ্ছে। পরক্ষণেই চারপাশে শুধু ধ্বংস, আগুন আর চিৎকার।

উড়োজাহাজে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৩০ জন যাত্রী, ২ জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু ছিলেন। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই-১৭১ বিধ্বস্ত হয়ে স্থানীয় একটি মেডিকেল কলেজের ভবনে আছড়ে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে একে বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ১টা ১৭ মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি। মাত্র ২১ মিনিট পর, দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাস ভবনের ওপর ভেঙে পড়ে।

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি ভেঙে পড়ার ফলে স্থানীয় এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পার্শ্ববর্তী ভবনগুলোতে আগুন ধরে যায় এবং মেডিকেল কলেজের ক্যান্টিনে থাকা বহু শিক্ষার্থী হতাহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ