শিরোনাম
‘বাংলাদেশ সীমান্তবর্তী’ এলাকায় আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন ভারতীয়রা বগুড়ার শাজাহানপুরে আলামিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ লালমনিরহাটের যুবক বগুড়ায় ২০ বোতল ফেনসিডিলসহ আটক বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে, তাদেরও বাড়িঘর রয়েছে : কাদের সিদ্দিকী আ.লীগ গত ১৫ বছর ধরে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে: রুমিন ফারহানা এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা’ গান নিয়ে বিতর্কে যুবদলের হামলা, আহত ১ বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ সাঈদীর ফাঁসির রায় মিষ্টি বিতরণকারী সেই আওয়ামী লীগ নেতাকে গণধোলাই, পুলিশে সোপর্দ বাথরুমে ঝুলছিল আট বছর বয়সী শিশুর লাশ, হতবাক পরিবার ঢাবির হলে গাঁজার আসর থেকে আটক ৪ শিক্ষার্থী, মুচলেকা দিয়ে পেলেন ছাড়া
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

প্রত্যেক নিহতের পরিবারকে ১ কোটি রুপি দেবে টাটা

ডেস্ক রিপোর্ট / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে টাটা গোষ্ঠী। বৃহস্পতিবার (১২ জুন) টাটা সন্সের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে।

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেন, এ মুহূর্তে আমরা কতটা ব্যথিত, সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যাদের প্রিয়জন আহত হয়েছেন, তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি ও তাদের জন্য প্রার্থনা করছি।

টাটা গ্রুপ জানিয়েছে, নিহতদের পরিবারকে ১ কোটি রুপি করে দেয়ার পাশাপাশি দুর্ঘটনায় আহত সকলের চিকিৎসার ব্যয়ও তারা বহন করবে।

দুর্ঘটনাকবলিত বিমানটি আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজে আছড়ে পড়ে। এতে কলেজটির অন্তত পাঁচ শিক্ষার্থী নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। ক্ষতিগ্রস্ত হয় কলেজটির ছাত্রাবাসও। টাটা গ্রুপ জানিয়েছে, কলেজটির পুনর্গঠনে তারা আর্থিক ও কারিগরি সহায়তা দেবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই নিয়ন্ত্রণ হারায়। সর্বোচ্চ ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছে এটি নিচে নামতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে। সহ-পাইলট জরুরি বার্তা পাঠিয়ে ‘মে ডে’ কল করেন, তবে এরপর আর কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

বিমানটি মাটিতে পড়ার পর মুহূর্তেই আগুন ধরে যায় এবং কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়।

এদিকে দুর্ঘটনার পরপরই এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ১৭১ এর যাত্রী তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে জানানো হয়, বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ