শিরোনাম
তিস্তার পানি আবারও বিপদসীমায়, বন্যা আতঙ্কে নদী তীরবর্তী জনসাধারণ জামায়াত নেতার বিরুদ্ধে চাচাতো ভাইয়ের জমি দখলের অভিযোগ রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার জামায়াতের শৃঙ্খলা-সততা সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত : প্রেস সচিব জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু, রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন ঘুস না দিলে এতিমের চাল বরাদ্দের আবেদন নেয়না পিআইও’র পিওন লিটন রংপুর অঞ্চলে পাইপলাইন স্থাপন সম্পন্ন হয়েছে, অপেক্ষা শুধু গ্যাস সংযোগের সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীকে মারধর, প্রতিবাদে দোকানপাট বন্ধের ঘোষণা মামলা দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে কারাগারে থাকা খালাতো ভাইকে গাঁজা দিতে গিয়ে আটক এক যুবক
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

বেরোবি অর্থনীতি বিভাগের পুনর্মিলনীতে উচ্ছ্বাস আর উষ্ণতার আবহ

মোঃ সাজেদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক / ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “ইকোনোমিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন”-এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “১ম গ্র্যান্ড রিইউনিয়ন ও ঈদ পুনর্মিলনী ২০২৫”। রংপুর শহরের সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত ‘মিডিয়া চত্বর’-এ দিনব্যাপী এই উৎসবমুখর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভাগের শতাধিক সাবেক শিক্ষার্থী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন,“শিক্ষার্থীদের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে, যেখানে তোমাদের স্বপ্ন পূরণের এক নতুন অধ্যায় রচিত হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোর্শেদ হোসেন। তিনি বলেন,“একাডেমিক শিক্ষার বাইরেও শিক্ষার্থীদের এমন বন্ধন, পারস্পরিক সহযোগিতা এবং স্মৃতিচারণের মাধ্যমে সৃষ্ট সৌহার্দ্য সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এই মিলনমেলা তার একটি সুন্দর উদাহরণ।”

বিশেষ অতিথি, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ইলিয়াছ প্রামানিক বলেন,

“শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার পরেও যখন এমন ভালো উদ্যোগ গ্রহণ করে, তা প্রমাণ করে শিক্ষালাভের প্রকৃত মূল্যবোধ তারা ধারণ করছে। এই অনুষ্ঠান আমাদের নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস।”

সকাল থেকেই সাবেক শিক্ষার্থীরা একে একে জমায়েত হন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। স্মৃতিময় মুহূর্তগুলো ধরে রাখার জন্য ছিল গ্রুপ ফটোসেশন। সকালের র‍্যালি ছিল অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ, যেখানে শিক্ষার্থীরা “1st Grand Reunion 2025” লেখা বিশাল ব্যানার নিয়ে অংশ নেন। এরপর মিডিয়া চত্বরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী পর্ব ও অতিথিদের বক্তব্য।

দুপুরে আয়োজন ছিল  মধ্যাহ্নভোজের, যেখানে ঐতিহ্যবাহী বিরিয়ানি খাবারের পাশাপাশি ছিল আন্তরিক আপ্যায়ন। বিকেলের দিকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সাবেক শিক্ষার্থীরা নিজেদের শিল্পীসত্তা প্রকাশ করেন সংগীত, আবৃত্তি ও নাট্যাংশের মাধ্যমে। অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্র-তে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

দিনের শেষে, ক্যাম্পাস জুড়ে যেন ভেসে বেড়াচ্ছিল পুরনো দিনের হাসি, গল্প আর বন্ধুত্বের সুগন্ধ।

এই পুনর্মিলনী যেন শুধুই একটি উৎসব নয়, বরং একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ভালোবাসা, বন্ধন ও ইতিহাসের উত্তরাধিকার হস্তান্তরের এক অনন্য অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ