শিরোনাম
কোরআন তেলাওয়াতের মাধ্যমে ছাত্রদলের সমাবেশ শুরু, যুক্ত হয়েছেন তারেক রহমান ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল ঘরের ভিতর খেলছিল জুয়া, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ তারেক রহমানের পক্ষ থেকে জামায়াত আমিরের খোঁজখবর নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল মিঠাপুকুরে প্রবাসীর পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে গাইবান্ধার পলাশবাড়ীতে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শাকিল আটক ছাত্রদলের সমাবেশ শুরু দুপুর আড়াইটায়, শাহবাগে জনস্রোত শুরু নীলফামারীতে জমকালো আয়োজনে শেষ হলো ‘বিতর্ক উৎসব ২০২৫’ তিস্তার পানি আবারও বিপদসীমায়, বন্যা আতঙ্কে নদী তীরবর্তী জনসাধারণ জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনের গাইবান্ধা জেলা মুখপাত্রের ওপর হামলার অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা মুখপাত্র জাহিদ হাসান জীবনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগ করেন।

জাহিদ হাসান ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। এই তরুণ বর্তমানে রাজনৈতিক প্লাটফর্ম এনসিপিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে জাহিদ হাসান জীবন লেখেন, ‘আমার দুলাভাইসহ গাইবান্ধা থেকে ফেরার পথে খেয়াঘাট বাজারে আমাদের ওপর অতর্কিত হামলা হয়। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে। আলহামদুলিল্লাহ, কোনো শারীরিক ক্ষতি হয়নি। আমরা সুস্থ আছি।’

তিনি বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী এবং এনসিপি নিয়ে কাজ করছি। আমি মনে করি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা হয়েছে। তাছাড়া, আমি বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে করা একটি মামলার দ্বিতীয় স্বাক্ষী— সেটিও আমার ওপর হামলার কারণ হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি আশঙ্কায় আছি— ভবিষ্যতে বড় ধরনের হামলা হতে পারে। আমি আগামীকাল এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।’

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জাহিদ ও তার দুলাভাই। পথে বোয়ালীর খেয়াঘাট সংলগ্ন কিন্ডারগার্টেন মোড়ে একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক তাদের পথরোধ করে অতর্কিত হামলা চালায়।

এ সময় এক হামলাকারী জাহিদের মাথায় হাত দিয়ে আঘাত করে এবং পরে হেলমেট খুলে মারধরের চেষ্টা চালায়। তবে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ