শিরোনাম
নিয়মিতই রাত জাগছেন? জেনে নিন রাত জাগার পাঁচ কুফল প্রাকৃতিক সৌন্দর্য ভোলাগঞ্জের সাদা পাথর গেল কোথায়? রাতের আঁধারে শত শত ট্রাকে করে সরানো হচ্ছে ‘সাদা পাথর’ এবার অবৈধ বালু উত্তোলনের খবর প্রকাশের জেরে সাংবাদিকের উপর প্রকাশ্যে হামলা, গুরুতর আহত হার্টের রিংয়ের দাম কমাতে যাচ্ছে আরও ২৮ কোম্পানি শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ‘কলিজা খুলে’ ফেলার হুমকি দিলেন বিএনপি নেতা সত্য কথা বলার কারণে সারজিসের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে: ফয়জুল করীম সরকারি জমি দখল করে বৈষম্যবিরোধী তিন ছাত্রনেতার রেস্তোরাঁ রংপুরের হারাগাছে র‌্যাব-১৩ এর অভিযানে ৮০ বোতল ফেনসিডিল, মোটরসাইকেলসহ একজন গ্রেফতার চাল নিতে আসা দিনমজুরকে ইউএনওর লাঠিপেটা, ভিডিও ভাইরাল
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন, সপ্তাহ শেষে হতে পারে ভারী বৃষ্টি

ডেস্ক নিউজ : / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

দেশের চারটি বিভাগ ও ছয়টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের কারণে জনজীবন হাঁসফাঁস করছে। তবে সপ্তাহের শেষে বিভিন্ন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন এই অবস্থা চলতে পারে।

সোমবার (৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর বর্তমানে তুলনামূলকভাবে কম সক্রিয় রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে দুর্বল অবস্থায় বিরাজ করছে। এই অবস্থায় আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।

প্রথম দিনের (৯ জুন) পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ধীরে ধীরে বাড়বে বৃষ্টির পরিমাণ

পরবর্তী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। ১০ জুন থেকে দেশের আরও বেশি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

১১ থেকে ১৩ জুন পর্যন্ত দেশের প্রায় সব বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এই সময়ের মধ্যে দেশের সার্বিক তাপমাত্রা কিছুটা কমবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

রাজধানীতে শুষ্ক গরম, বৃষ্টির দেখা মেলেনি

পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় আজ সন্ধ্যা ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ। এসময় দক্ষিণ অথবক দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছিল। আজ রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে এবং দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পাবে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু শক্তিশালী হলে আগামী সপ্তাহে দেশের উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলে আরও বৃষ্টিপাত হতে পারে। তবে তখনো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ