শিরোনাম
ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই : রাকিবুল ৫ আগস্ট মানিক মিয়ায় দিনব্যাপী আয়োজন, বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’; সংগীত পরিবেশন করবে রংপুরের টং- এর গান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের সাথেই হোক: তারেক রহমান কোরআন তেলাওয়াতের মাধ্যমে ছাত্রদলের সমাবেশ শুরু, যুক্ত হয়েছেন তারেক রহমান ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ইউনিয়ন জামায়াতের সভাপতিসহ গ্রেপ্তার ১৪ তারেক রহমানের পক্ষ থেকে জামায়াত আমিরের খোঁজখবর নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল মিঠাপুকুরে প্রবাসীর পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে গাইবান্ধার পলাশবাড়ীতে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শাকিল আটক
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

স্ত্রীর ফোনে কে কল করেছে, জানতে চাওয়ায় লালমনিরহাটে প্রাণ গেল স্বামীর

ডেস্ক রিপোর্ট / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

মোবাইল ফোনে কে কল করেছে—জানতে চাওয়ায় স্ত্রীর কাঁচির আঘাতে প্রাণ গেছে স্বামীর। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম দুলু মিয়া (৩২)। তিনি হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।

বুধবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুলু মিয়াকে হাসপাতালে নিলে আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় দুলু মিয়া স্ত্রী মনি বেগমকে মোবাইল ফোনে কারও সাথে কথা বলতে দেখেন। স্ত্রী কার সঙ্গে ফোন কথা বলছিল তা জানতে চান দুলু মিয়া। পরে স্ত্রী ফোন নম্বরটি ডিলিট (মুছে ফেলা) করে দিলে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুলু মিয়া খাটের ওপর পড়ে গেলে স্ত্রী মনি বেগম সেলাই মেশিনের পাশ থেকে কাঁচি নিয়ে স্বামীর বাম কাঁধের নিচে ও বুকের সংযোগস্থলে আঘাত করতে থাকেন। এতে দুলু মিয়া মারাত্মকভাবে রক্তাক্ত হন।

পরে পরিবারের সদস্যরা দুলু মিয়াকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ভোর ৫টার দিকে অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে শঠিবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দুলু মিয়া মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, স্ত্রীর কাঁচির আঘাতে স্বামী নিহত হওয়ার ঘটনা শুনেছি। রংপুর মেডিকেলে স্বামী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ