শিরোনাম
কোরআন তেলাওয়াতের মাধ্যমে ছাত্রদলের সমাবেশ শুরু, যুক্ত হয়েছেন তারেক রহমান ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল ঘরের ভিতর খেলছিল জুয়া, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ তারেক রহমানের পক্ষ থেকে জামায়াত আমিরের খোঁজখবর নিতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল মিঠাপুকুরে প্রবাসীর পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে গাইবান্ধার পলাশবাড়ীতে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত শাকিল আটক ছাত্রদলের সমাবেশ শুরু দুপুর আড়াইটায়, শাহবাগে জনস্রোত শুরু নীলফামারীতে জমকালো আয়োজনে শেষ হলো ‘বিতর্ক উৎসব ২০২৫’ তিস্তার পানি আবারও বিপদসীমায়, বন্যা আতঙ্কে নদী তীরবর্তী জনসাধারণ জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

কুড়িগ্রামে বৃষ্টিতে ভেসে গেছে ১৩৪ হেক্টর জমির ফসল

ডেস্ক নিউজ : / ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

কুড়িগ্রামে অতিরিক্ত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ১৩৪ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ভেসে গেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এতে এক হাজার ৯৫৭ কৃষকের তিন কোটি ২৬ লাখ ১৬ হাজার ৯০০ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি ও বন্যার কারণে জেলায় ৫৪ হেক্টর বাদাম, ৪৪ হেক্টর বোরো ধান, ২৬ হেক্টর সবজি, নয় হেক্টর তিল এবং এক হেক্টর জমির মরিচ ভেসে গেছে। মোট ৩০০ একর জমি বৃষ্টির কারণে আক্রান্ত হয়েছে।

এতে এক হাজার ৯৫৭ কৃষকের তিন কোটি ২৬ লাখ ১৬ হাজার ৯০০ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

রাজারহাট উপজেলার তিস্তা নদী অববাহিকার ডাংরারহাট এলাকার বাদাম চাষি হাবিবুর রহমান বলেন, তিন দিনের মধ্যে পানি বাড়ার ফলে বাদাম ক্ষেতগুলো তলিয়ে যায়। বন্যার পানির সঙ্গে পলিমাটি আসায় বাদামগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে। এখন ঠিকভাবে তোলা যাচ্ছে না। অধিকাংশ ক্ষেত বিনষ্ট হয়ে গেছে।

বাদাম চাষি মুস্তফা বলেন, “ভাই সব শেষ। কাদামাটি পরে বাদাম তলিয়ে গেছে। একজনের জায়গায় পাঁচজন শ্রমিক নিয়েও বাদাম তোলা যাচ্ছে না। এই হল আমাদের পরিস্থিতি। এখন কী করে বাঁচব? বাঁচার আর পথ নেই। এই বাদাম চারটা দিয়া সংসার চালাব সেটাও আর হল না। এখন ঋণের দায়ে কী হবে তা আর ভেবে পাচ্ছি না।”

কৃষক আজিজুল হক বলেন, “লাখ লাখ টাকা খরচ করে ফসল চাষ করে এখন চরম লোকসানে পড়েছি। পাওনাদারের চাপে বাড়িতে থাকতে পারব না। সরকারিভাবে কোনো সহযোগিতা করলে উপকার হত।”

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে বলেন, চলতি সপ্তাহে তিস্তা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের পানি সমতলে বৃদ্ধি পাওয়া শুরু করেছে।

এর ফলে নদ-নদী অববাহিকায় অবস্থিত নিচু চরের জমিতে লাগানো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বন্যার আশঙ্কা নেই বলে জানান পাউবো কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ