শিরোনাম
জামায়াতের দুইজন নেতাকে চিঠি দিয়ে রাজনীতি ছাড়ার হুমকি ‘চাঁদা চেয়েছে’ দ্বিতীয় শ্রেণির ছাত্র, দাবি প্রধান শিক্ষকের ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে: ফয়জুল করীম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ সব শহিদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে এখন: তারেক রহমান তারাগঞ্জে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা; নিহত প্রদীপের ঘরে অন্ধকার শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিল বিএনপি-ছাত্রদল এবার ৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে অনশনে বসেছে ৭৫ বছরের বৃদ্ধ দুই দশক পর বিটিভিতে ফিরতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি’ বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমোদন বাতিলের আহবান
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:২২ অপরাহ্ন

১২ দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে ১২টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। এসব দেশের নাগরিকরা কোনভাবেই দেশটিতে ভ্রমণ করতে পারবেন না। পাশাপাশি সাতটি দেশের নাগরিকদের জন্য অতিরিক্ত ভ্রমণের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বুধবার (৫ জুন) এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে। পুরোপুরি নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

এ ছাড়া ট্রাম্প আরও সাতটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা।

নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, “আমার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং জনগণের স্বার্থ রক্ষা করা। আমি এই আদেশ গ্রহণ করেছি কারণ আমাদের দেশের নিরাপত্তা এখন আগের চেয়ে অনেক বেশি হুমকির মুখে।”

হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ট্রাম্প দাবি করেন, কলোরাডোর বোল্ডারে একটি ইসরায়েলপন্থি সমাবেশে সাম্প্রতিক হামলা দেখিয়েছে যে, “যেসব বিদেশি নাগরিকদের যথাযথভাবে যাচাই করা হয়নি, তাদের প্রবেশ কতটা ভয়ংকর হতে পারে।

তিনি আরও বলেন, “আমাদের দেশে রয়েছে কোটি কোটি অবৈধ অনুপ্রবেশকারী, যাদের এখানে থাকার কোনো অধিকার নেই।” যুক্তরাষ্ট্রে ইউরোপের মতো অব্যবস্থাপনার অভিজ্ঞতা হতে দেবে না বলেও ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

তার কথায়, “যেসব দেশ থেকে নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে যাচাই-বাছাই করা সম্ভব নয়, সেসব দেশ থেকে আমরা মুক্ত ভ্রমণ অনুমতি দিতে পারি না। এটা খুবই সহজ সিদ্ধান্ত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ