শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

উত্তরবঙ্গের পথে তীব্র যানজট, মহাখালী থেকে চন্দ্রা ৬ ঘণ্টায়

ডেস্ক নিউজ : / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

ঈদযাত্রার শুরুতেই ভয়াবহ যানজটে পড়েছে উত্তরবঙ্গমুখী মানুষ। ঢাকা থেকে ছুটে চলা বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে গাজীপুরের চন্দ্রা এলাকায়। মহাখালী থেকে বেলা ২টায় ছেড়ে আসা বাস রাত সাড়ে ৮টা পর্যন্তও চন্দ্রা পার হতে পারেনি। রাত যত বাড়ছে, ততই লম্বা হচ্ছে যানজটের সারি।

চন্দ্রা পার হওয়ার পর কালিয়াকৈর, মির্জাপুর, টাঙ্গাইল ও যমুনা সেতুর পূর্ব পাড় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের খবর মিলেছে। তবে কালিয়াকৈর পেরোনোর পর থেকে কিছুটা ধীরগতিতে হলেও যানবাহন চলাচল করছে।

বগুড়াগামী একতা পরিবহনের চালক রাশেদ মাহমুদ জানান, রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রা খুব একটা স্বস্তিদায়ক হবে না। কয়েক দিন আগেই যে চাপ পড়েছে, সেটাই এর ইঙ্গিত দিচ্ছে।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থেকে বিরক্ত ঘরমুখী যাত্রীরা। বাসের ভেতরে বসে অনেকে বারবার গুগল ম্যাপে ট্রাফিক পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। ঢাকার একটি বেসরকারি সংস্থার কর্মী মতিউর রহমান বলেন, ‘মূল চাপ পড়ার কথা ছিল বৃহস্পতিবার রাতে। কিন্তু আজ বুধবার সকাল থেকে মহাসড়কে প্রচণ্ড চাপ। তুচ্ছ কারণে অনেক বাস আটকে আছে, কিন্তু দেখার কেউ নেই, পুলিশও চোখে পড়ছে না।’

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কে গরুবাহী ট্রাকের তেমন উপস্থিতি নেই। যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতাও খুব একটা দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ