শিরোনাম
জামায়াতের দুইজন নেতাকে চিঠি দিয়ে রাজনীতি ছাড়ার হুমকি ‘চাঁদা চেয়েছে’ দ্বিতীয় শ্রেণির ছাত্র, দাবি প্রধান শিক্ষকের ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে: ফয়জুল করীম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ সব শহিদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে এখন: তারেক রহমান তারাগঞ্জে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যা; নিহত প্রদীপের ঘরে অন্ধকার শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিল বিএনপি-ছাত্রদল এবার ৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে অনশনে বসেছে ৭৫ বছরের বৃদ্ধ দুই দশক পর বিটিভিতে ফিরতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি’ বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমোদন বাতিলের আহবান
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

জাতিসংঘের সন্ত্রাস দমন কমিটির সহসভাপতি পাকিস্তান

ডেস্ক নিউজ : / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলতি বছরের সন্ত্রাস দমন কমিটিতে সহসভাপতিত্ব করবে পাকিস্তান। এ বছর নিরাপত্তা পরিষদের ওই কমিটিতে সভাপতিত্ব করবে আলজেরিয়া। পাকিস্তানের সঙ্গে রাশিয়া ও ফ্রান্স ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে। এ ছাড়া আফগানিস্তানের তালেবানের ওপর নিষেধাজ্ঞা-সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটিতে সভাপতিত্ব করতে চলেছে পাকিস্তান। ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে গায়ানা ও রাশিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডে বলছে, জাতিসংঘে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে—যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স। এ ছাড়া দুই বছরের মেয়াদে ১০টি রাষ্ট্রকে অস্থায়ী সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে জায়গা দেওয়া হয়। পাকিস্তান বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদে তাদের অস্থায়ী সদস্যপদ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে।

নিরাপত্তা পরিষদের অধীন বিভিন্ন কমিটির দায়িত্ব স্থায়ী ও অস্থায়ী সদস্যদের মধ্যে ভাগ করা হয়। এটিই প্রচলিত রীতি, যেমন আইএসআইএল এবং আল-কায়েদার ওপর নিষেধাজ্ঞা কমিটিতে সভাপতিত্ব করবে ডেনমার্ক। ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে রাশিয়া ও সিয়েরা লিওন। সে হিসেবে পাকিস্তানও দায়িত্ব পেয়েছে একটি কমিটিতে সভাপতিত্ব করার এবং অন্যটিতে সহসভাপতিত্ব করার।

পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলছে ভারত। ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী সময়েও তা নিয়ে বারবার সরব হয়েছে নয়াদিল্লি। ঘটনাচক্রে এমন এক সময়ে নিরাপত্তা পরিষদে সন্ত্রাস দমন কমিটিতে সহসভাপতিত্বের দায়িত্ব পেল পাকিস্তান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন বলছে, এর আগে ২০২১-২২ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল ভারত। ওই সময় ২০২২ সালের সন্ত্রাস দমন কমিটিতে সভাপতিত্বের দায়িত্ব ছিল ভারতের ওপর।

গত মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে নিরাপত্তা পরিষদের নতুন পাঁচটি দেশকে অস্থায়ী সদস্য হিসেবে বাছাই করা হয়েছে। ওই পাঁচটি দেশ হলো—বাহরাইন, কঙ্গো, লাইবেরিয়া, লাটভিয়া ও কলম্বিয়া। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ওই পাঁচটি দেশের সদস্যপদের মেয়াদ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ