যে নির্বাচনের জন্য দেশবাসী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করল, সেই নির্বাচন দিতেই এখন অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহাফিলে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই দেশবাসী গত ১৫-১৬ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, অথচ এখন সেই নির্বাচনই দিতেই অন্তর্বতী সরকার গড়িমসি করছে। সরকারের এই মনোভাব দেশ ও গণতন্ত্রের জন্য মঙ্গলজনক না।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনাকরে বলেন, সরকারের প্রধান উপদেষ্টা নিজেই বিএনপিকে দূরে ঠেলে দিতে চাইছেন।
বিএনপি সংস্কারকে অগ্রাহ্য করে না জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, সরকার গঠনের পর ৯ মাস চলে গেছে, সামনে আরও ৫ মাস সময় আছে, চাইলে নির্বাচন আয়োজন করা সম্ভব। কিন্তু বিএনপি যেহেতু ডিসেম্বরে নির্বাচন চায় তাই সরকার ইচ্ছা করেই নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
শেখ হাসিনার নির্দেশে যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপকর্ম করেছে তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে কি না, সে প্রশ্নও তোলেন রুহুল কবির রিজভী বলেন।সভা শেষে দুস্থ ও অসহায়দের মাঝে সহায়তা প্রদান করা হয়। পরে দেশবাসীর কল্যাণে মোনাজাত করা হয়।