শিরোনাম
৫ আগষ্টের আনন্দ মিছিলে অংশ নিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু রাজধানীতে ‘জনতার আদালতে’ শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০ কক্সবাজারে ঘুরতে গেলেন এনসিপির শীর্ষ পাঁচ নেতা নীলফামারীর কিশোরগঞ্জে গোয়ালঘর থেকে কৃষকের চার গরু চুরি হিলিতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল বেরোবিতে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন আজ রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার’ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানকে
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলেন বৈষম্যবিরোধী নেতা, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট / ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

গাজীপুরের শেরেবাংলা রোডের একটি বাসা থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকাশ খানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ কারণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টঙ্গী পূর্ব থানা চত্বরে কয়েকজন ব্যক্তি মিলে আকাশ খানকে জিজ্ঞাসাবাদ করছেন। একাধিকবার তাকে প্রশ্ন করা হয়, তোমরা আমাদের কাছে চারটা মামলার জন্য পাঁচ লাখ করে মোট ২০ লাখ টাকা চাঁদা চাওনি? আকাশ খান এ সময় ক্যামেরার সামনে নিরুত্তর ছিলেন।

ঘটনার বর্ণনায় তিনি আরও বলেন, ‘আমরা সমাধানের পথ খুঁজতে চাইলে তারা ২০ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে হাতে থাকা ২০ হাজার টাকা এবং ভাড়াটিয়াদের কাছ থেকে আরও ৬ হাজার টাকা তুলে দিলে তারা সেখান থেকে চলে যায়। তবে পরদিন সকাল ১১টার মধ্যে পাঁচ লাখ টাকা প্রস্তুত রাখতে বলা হয়।’

এ বিষয়ে আকাশ খানের সঙ্গে গণমাধ্যম থেকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এদিকে অভিযোগের বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এমন কোনো অভিযোগ এখনো থানায় আসেনি। যদি কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করে, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে আটক করা হয়নি।

উল্লেখ্য, আকাশ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় সংগঠন ও সংশ্লিষ্ট মহলে প্রশ্নের জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিষয়টি স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত নিরসন না হলে ছাত্র রাজনীতির প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দুর্বল হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ