শিরোনাম
দিনাজপুরে শতবর্ষের ঐতিহ্য নৌপথে কান্তজীউ বিগ্রহের মহাযাত্রা দেবীগঞ্জে সড়কে ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ ঋণের বোঝা কেড়ে নিল প্রাণ; একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার আশ্রয়ণের ব্যারাক দখলে নিয়ে দেয়াল ভেঙে ফেললো বিএনপি নেতা  ৪০ মিনিট অ্যাম্বুল্যান্স আটকে রাখল সিন্ডিকেট, সেখানেই নবজাতকের মৃত্যু মধ্যরাতের ফেইসবুক পোষ্টে কাকে ইঙ্গিত করলেন পার্থ? নির্বাচনে কমপক্ষে ৫১ শতাংশ সমর্থন পাবে জামায়াত: ডা. তাহেরের প্রত্যাশা নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই : ড. ইউনূস জামায়াত নেতার পাথরের গদিসহ ৭ গদি থেকে ভোলাগঞ্জের পাথর উদ্ধার বঙ্গবন্ধু দল বা কোনও পরিবারের সম্পত্তি নয়: জাসদ
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ : / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

এ বছর কোরবানি শেষ হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে রোববার (২৫ মে) কোরবানির পশুর হাট ও কাঁচা চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রায় তিনদিন কোরবানি চলবে। প্রথম দিনের প্রায় ৯০ শতাংশ গরু কোরবানি করা হয়ে যায়। এরপর ২ দিন কিছু কিছু করে কোরবানি হয়। ফলে বর্জ্য ব্যবস্থাপনায় যেন অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসকরা আমাদের কথা দিয়েছেন ১২ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে। এ জন্য সকল প্রস্তুতিও নেওয়া হয়েছে। এ জন্য আমি প্রশাসকদের ধন্যবাদ জানাই।

তিনি বলেন, প্রতিবারই অনেক চামড়া নষ্ট হয়। আমরা চাই, বিক্রেতারা চামড়ার নায্য মূল্য পাক। চামড়ার নায্যমূল্য গরিবের হক। চামড়াগুলো বিভিন্ন গরিব মানুষকে, এতিমখানায়, মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। কিন্তু তারা এটার নায্যমূল্য পান না। এবার তারা যাতে নায্যমূল্য পায়, সেটার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছিলাম হাসিলটা কমানো যায় কি না। তাদের সঙ্গে আমরা বসে আলোচনা করে বলেছি, ৫ শতাংশ হাসিল অনেক বেশি। এটা কমানো যায় কি না।

উপদেষ্টা বলেন, আমরা এখনও হাসিল কমাতে পারিনি। আগামীবার হয়তো আমরা থাকব না, কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আগামীবার থেকে হাসিল যাতে ৩ শতাংশের বেশি না হয়। এবার দুই দিকে ২০টি হাটের ব্যবস্থা করা হচ্ছে। এসব হাটে যাতে নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক থাকে সেই ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা পশুর হাটে চিকিৎসকের ব্যবস্থা করেছি, যেন কোনো অসুস্থ গরু কেউ বিক্রি হতে না পারে। এ ছাড়া অনেকেই গরুর হাটে এসে অসুস্থ হয়ে পড়ে; তাদের জন্যও চিকিৎসক থাকবে। প্রতিটি হাটের দায়িত্বশীলরা এটার বন্দোবস্ত করবে। প্রতিটি হাটে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ