শিরোনাম
দিনাজপুরে শতবর্ষের ঐতিহ্য নৌপথে কান্তজীউ বিগ্রহের মহাযাত্রা দেবীগঞ্জে সড়কে ধান রোপণ করে এলাকাবাসীর প্রতিবাদ ঋণের বোঝা কেড়ে নিল প্রাণ; একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার আশ্রয়ণের ব্যারাক দখলে নিয়ে দেয়াল ভেঙে ফেললো বিএনপি নেতা  ৪০ মিনিট অ্যাম্বুল্যান্স আটকে রাখল সিন্ডিকেট, সেখানেই নবজাতকের মৃত্যু মধ্যরাতের ফেইসবুক পোষ্টে কাকে ইঙ্গিত করলেন পার্থ? নির্বাচনে কমপক্ষে ৫১ শতাংশ সমর্থন পাবে জামায়াত: ডা. তাহেরের প্রত্যাশা নির্বাচন বৈধ না হলে তা আয়োজনের কোনো অর্থ নেই : ড. ইউনূস জামায়াত নেতার পাথরের গদিসহ ৭ গদি থেকে ভোলাগঞ্জের পাথর উদ্ধার বঙ্গবন্ধু দল বা কোনও পরিবারের সম্পত্তি নয়: জাসদ
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

কুড়িগ্রামে তলিয়ে গেছে ৩০০ হেক্টর ফসলি জমি

ডেস্ক নিউজ : / ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

কয়টা দিন পাইলে ধানগুলা মাচাত উঠতো। এতো খরচ করি আবাদ করলোং। খাবারে পাইনা মনে হয়।’ কথাগুলো বলছিলেন রাজারহাট উপজেলার তিস্তাপাড়ের কৃষক মামুনুল ইসলাম। চলতি মৌসুমে চার একর জমিতে বোরো ধান চাষ করেছেন। দুই একর জমির ধান ইতোমধ্যে কেটে মারাই করতে পেরেছেন, কিন্তু শুকতে পারেননি বৃষ্টির কারণে।

বুধবার (২১ মে) সকালে রাজারহাট উপজেলার তিস্তাপাড়ের বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে কৃষকদের দুর্দশা। কেউ কেউ কলাগাছের ভেলা সাজিয়ে পানির নিচে ধান কাটছে। তবে রোদ না থাকায় এসব কাটা ধান ঠিকমতো ঘরে উঠবে কিনা তা নিয়েও শঙ্কায় কৃষকরা। কেউ কেউ ঘুরে দেখছেন ডুবন্ত ধান ক্ষেত। এছাড়াও বাদাম, পাট, তিল, মরিচসহ বিভিন্ন সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

মামুনুল ইসলাম বলেন, ‘বাকি দুই একর তলিয়ে গেছে উজানের ঢলের পানিতে। ঘরের ধান না শুকাতে পারলে এসব ধান কেটে কি করতাম। আগের গুলা তো নষ্ট হয়ে যেইতেছে। এগুলা কাটি কোডাই থুই।’

কৃষক মামুনুলের মতো কুড়িগ্রামের শত কৃষকের ধান, বাদাম, ভুট্টাসহ বিভিন্ন ফসল এখন পানির নিচে। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানে বৃষ্টির ফলে তিস্তা ও ধরলাপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হয়েছে এসব ফসল নষ্টের পথে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) তথ্য বলছে, জেলায় একশ’ ২১ হেক্টর বোরো আবাদ, ৭৫ হেক্টর বাদাম, ৪১ হেক্টর পাট, ৪৯ হেক্টর বিভিন্ন সবজির ক্ষেত। কৃষি সংশ্লিষ্টরা বলছে, পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৭৫ হেক্টর বাদাম ক্ষেতসহ মোট তিনশ’ হেক্টর জমির বিভিন্ন ফসল। টানা বৃষ্টি থাকায় নতুন করে ফসলহানির শঙ্কা বাড়ছে। কৃষকরা বলছেন, অন্যবারের থেকে এবার আগাম বৃষ্টি শুরু হওয়ায় বেশি ক্ষতি হচ্ছে। জৈষ্ঠ্য মাসের শেষ থেকে বৃষ্টি শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ