শিরোনাম
জামায়াত নেতার পাথরের গদিসহ ৭ গদি থেকে ভোলাগঞ্জের পাথর উদ্ধার বঙ্গবন্ধু দল বা কোনও পরিবারের সম্পত্তি নয়: জাসদ নাশকতা ঠেকাতে ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তার চাদরে মোড়ানো ধানমন্ডি ৩২ সৌদি আরবে না খেয়ে মৃত্যু গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছেলে সাফিরুলের খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ শোকাবহ ১৫ আগস্ট আজ ধানমন্ডি ৩২ নম্বরে আ. লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণধোলাই ‘আমার ভোট আমি দেব, এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না’ বিএনপি নেতার ভিডিও ভাইরালে বিব্রত তৃণমূল লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাব ১৩ এর অভিযানে ২১১ বোতল ফেন্সিডিল, ১২২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার; গ্রেফতার ২ দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু: চিকিৎসায় অবহেলার গুরুতর অভিযোগ জামায়াতের
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

চিলমারীতে ইউনিব্লকের রাস্তা নির্মাণের ২মাস না যেতেই ধস

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি, / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

 

কুড়িগ্রামের চিলমারীতে ইউনিব্লকের রাস্তা নির্মাণের ২মাস না যেতেই রাস্তায় ধস দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই সদ্য নির্মিত ২কি.মি.রাস্তাটির মন্ডলপাড়াসহ বিভিন্ন এলাকায় এসব ভাঙন সৃষ্টি হয়।ইউনিব্লকের তৈরী রাস্তাটির কাজ নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সঠিকভাবে না করায় এটি অল্পসময়ের ব্যবধানে ভেঙে যাচ্ছে বলে এলাকাবাসীর দাবী।

জানা গেছে,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন “গ্রামীণ সড়ক”মেরামত ও সংরক্ষণ এর আওতায় সড়ক পুনর্বাসন করণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২৪অর্থ বছরে উপজেলার পোষ্ট অফিস হতে রাজারভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২কি.মি, ইউনিবøক রাস্তা পুনর্বাসন কাজ বাস্তবায়নের জন্য চুক্তি সম্পাদিত হয়। যার চুক্তিমূল্য ছিল ১ কোটি ৪৭লক্ষ ৮৪হাজার ৯৭৭টাকা। কাজটি সম্পাদন করতে চুিক্তবদ্ধ হন উলিপুর উপজেলাস্থ নিবেদিতা ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২৪সালের ১আগষ্ট শুরু হয়ে ২৮নভেম্বর তারিখের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন অনিয়ম এবং কাল ক্ষেপনের মধ্যদিয়ে গত ঈদুল ফিতরের দুটি আগে কাজটি সমাপ্ত করেন ওই ঠিকাদারী প্রতিষ্ঠান।কাজ শেষ হওয়ার দুমাস না যেতেই সামান্য বৃষ্টিতে রাস্তাটির কয়েক যায়গার সাইডের কার্ভস্টোন সরে গিয়ে ইউনিব্লক ছুটে গেছে বলে জানা যায়।

সরেজমিনে রাস্তাটি ঘুরে দেখা যায়,উপজেলার মন্ডল পাড়া নুরু মিয়ার বাড়ী সংলগ্ন স্থানে সদ্য নির্মিত রাস্তাটির সাইডের কার্ভস্টোন সরে ইউনিবøকের গাথুনি খুলে ভেঙ্গে গেছে।একই চিত্র রাজারভিটা সপ্রাবি পর্যন্ত কয়েক স্থানে লক্ষ্য করা গেছে। রাস্তাটির কাজ নিম্নমানের সামগ্রী দিয়ে হওয়ায় দুমাস না যেতেই ধসে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

এসময় মন্ডলপাড়া এলাকার আঙ্গুর মিয়া,জাহাঙ্গীর মন্ডল,পাপ্পু মিয়াসহ অনেকে জানান,ইউনিব্লক দিয়ে তৈরী করা গ্রামীণ এই রাস্তাটি নিম্নমানের সামগ্রী দিয়ে এবং অদক্ষ শ্রমিক ব্যবহার করে তৈরী করায় এত অল্পসময়ে এটি ভেঙ্গে যাচ্ছে। এখনি মেরামত না করলে এটি এলাকাবাসীর ভোগান্তির কারন হয়ে দাড়াবে বলেও জানান তারা।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো.জুলফিকার আলী জানান,বৃষ্টির ফলে রাস্তাটির কয়েক স্থানে ইউনিব্লক ছুটে যাওয়া দেখেছি। ঠিকাদার ফাইনাল বিল পায়নি, ওদেরকে বলেছি বিল পাবেন না, রাস্তা ঠিক করতে এখনি লোক লাগান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ