শিরোনাম
রংপুরের কাউনিয়ায় বেপরোয়া গতির বাস কেড়ে নিল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ র‌্যাব পুনর্গঠন হবে, পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র গাইবান্ধায় ঝড়ে গাছের ডাল ভেঙে র‌্যাব সদস্যের মৃত্যু রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত থাকবে : প্রধান উপদেষ্টা দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড  বিচার শেষ না হওয়া পর্যন্ত আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন উলিপুরে আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য় দখল করলেন চর উন্নয়ন ক‌মিটি আ. লীগ, জাপা ও ১৪ দলের নিবন্ধন বাতিল চায় গণঅধিকার পরিষদ ৪০ বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর দিনাজপুরের সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

উলিপুরে আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য় দখল করলেন চর উন্নয়ন ক‌মিটি

ডেস্ক নিউজ : / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে দখল করলেন চর উন্নয়ন ক‌মিটি উলিপুর উপ‌জেলা শাখা।

রোববার (১১ মে) বিকেলে সাইনবোর্ড লাগিয়ে কার্যালয়টি দখল করেন চর উন্নয়ন ক‌মিটির নেতারা। সোমবার (১২ মে) দুপুর ১টা পর্যন্ত সাইনবোর্ডটি ওই ভবনের সামনের অংশে টানানো ছিল।

‘চর উন্নয়ন কমিটির’ উপজেলা শাখার আহ্বায়ক সোলায়মান আলী সরকার এবং যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সাইনবোর্ড লাগানোর বিষয়টি স্বীকার করেছেন।

তবে তাদের দাবি, অপরিচ্ছন্ন ও নোংরা অবস্থায় পড়ে থাকা ভবনটি পরিষ্কার করে পরিবেশ ভালো রাখার জন্য তারা ভবনটিতে কমিটির সাইনবোর্ড লাগিয়েছেন। এতে করে আশপাশের দোকানদার ও পথচারীরা দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন।

‘চর উন্নয়ন কমিটির’ আহ্বায়ক সোলায়মান আলী সরকার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া কমিটির বেশিরভাগ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

এর আগে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিনে উপজেলা আওয়ামী লীগের ওই কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে যাওয়া কার্যালয়টিতে বর্তমানে দরজা-জানালা নেই।

আওয়ামী লীগ সরকারের পতনের পর কুড়িগ্রামসহ দেশের ‘চরাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে’ চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামে ‘চর উন্নয়ন কমিটি’ গঠন করা হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবুকে আহ্বায়ক এবং সদস্য আশরাফুল হক রুবেলকে সদস্যসচিব করে ‘চর উন্নয়ন কমিটি’ কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার বিএনপি নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে ইতোমধ্যে বিভিন্ন উপজেলা কমিটি গঠন করে সভা-সমাবেশ করছে সংগঠনটি। বিএনপি ও সমমনা লোকদের নিয়ে কমিটি গঠন করা হলেও দায়িত্বশীলদের দাবি, এটি অরাজনৈতিক সংগঠন।

এ বিষয়ে বিএনপি নেতা ও উপজেলা ‘চর উন্নয়ন কমিটির’ আহ্বায়ক সোলায়মান আলী সরকার বলেন, ভবনটি নোংরা ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে করে আশপাশের ব্যবসায়ী ও লোকজনের সমস্যা হয়। আমরা এটিকে পরিষ্কার রাখতে চর উন্নয়ন কমিটির অফিস কক্ষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আইনি কোনো বাধা থাকলে আমরা সরে যাব। আমরা যতটা জানি এই জায়গাটা কারও নামে নেই। চর উন্নয়ন কমিটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা মনে করি, জায়গাটা যদি ব্যবহার করা যায় তাহলে আশপাশের পরিবেশটা ভালো থাকবে।

কমিটির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হাবীব নয়ন সাইনবোর্ড লাগানোর কথা স্বীকার করে বলেন, এটা আওয়ামী লীগের কার্যালয় ছিল, ঠিক আছে। কিন্তু কাগজপত্রে আওয়ামী লীগ অফিস নামে কোথাও হদিস পাবেন না। তারা এটা ব্যবহার করেছে। যেভাবে দেশ পরিচালনা করেছে দুর্বৃত্তায়ন করে, সেভাবে ব্যবহার করেছে। আমরা এটি অবৈধভাবে ব্যবহার করব না। প্রক্রিয়া মেনে যেভাবে প্রশাসনের কাছে এটা লিজ নেওয়া যায়, সেভাবে ব্যবহার করব।

পরিচ্ছন্নতার স্বার্থে আপাতত ভবনটিতে উপজেলা ‘চর উন্নয়ন কমিটির’ কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ