পঞ্চগড় সদর উপজেলায় একমাসের ব্যবধানে আহত অবস্থায় আরও একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ মে) বিকেলে উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। আহত নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বনবিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে নীলগাইটিকে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে বলে জানিয়েছে বন বিভাগ।
স্থানীয়রা জানান, ভারতীয় সীমান্ত থেকে কিছু দূরের গ্রাম সরকার পাড়ার একটি ভুট্টা খেতে নীলগাইটি দেখতে পায় মরিচ খেতে কাজ করা শ্রমিকরা। বিষয়টি জানাজানি হলে পঞ্চগড় বন বিভাগে খবর দেওয়া হয়। পরে বন বিভাগের কর্মীরা নীলগাইটি উদ্ধার করে নিয়ে আসে। নীলগাইটি বাম পা নাড়াতে পারছে না। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। ঠিকমত দাঁড়িয়ে থাকতে পারছে না।
ওই গ্রামের জয়নুল হক বলেন, আমার ভুট্টা খেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় বাইরে বের হতে পারছিল না। মরিচ খেতের শ্রমিকরা দেখতে পেয়ে আমাকে খবর দেয়। সেখানে গিয়ে আমি বন বিভাগকে খবর দেই। তারা এসে ভ্যানে করে নীলগাইটি নিয়ে যায়।
এ বিষয়ে পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, আজকে আনুমানিক দুপুর একটার দিকে প্রাণিসম্পদ অফিসার মাধ্যমে খবর পাই। খবর পেয়ে আমি অফিসের টিম পাঠিয়ে দেই। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে এটিকে আমরা গাজীপুরের সাফারি পার্কে প্রেরণ করব। নীলগাইটির বয়স দুই বছর হতে পারে।