সারাদেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। দেশের কিছু অঞ্চলে যে মৃদু তাপপ্রবাহ চলছে, তা আরও বিস্তার লাভ করতে পারে।
বৃহস্পতিবার (৮ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক পূর্বাভাসে জানান, সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা নতুন এলাকাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে শুরু করে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যসব অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
আসন্ন শুক্র থেকে সোমবার পর্যন্ত সারাদেশেই দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। রাতে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।
রোববার থেকে কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এরপর সোমবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট ছাড়াও রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর বলছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে। একই সঙ্গে তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে। তবে তাপপ্রবাহ পুরোপুরি কমে যাওয়ার আগে আরও কয়েকদিন গরমে কষ্ট পোহাতে হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।