দিনাজপুরের হিলিতে (ধান ভাঙ্গা) মিল ঘর থেকে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১৮০ বস্তা চাল ও ১০৪টি খালি বস্তা জব্দ করেছে উপজেলা প্রশাসন। যার পরিমাণ ৫ হাজার ৪শ কেজি, জব্দকৃত চাল গুলো উপজেলা খাদ্য গুদামে রাখা হয়েছে।
গত মধ্য রাতে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আল ইমরান বলেন,গত বৃহস্পতিবার ও শনিবার ইউনিয়ন পরিষদে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ডিলার কর্তৃক ১৩৪১ বস্তা চাল বিক্রি করা হয়েছে কার্ডধারীদের কাছে। চাল বিক্রয়ের পরিষদের ভিতরে একটি একটি করে চালের বস্তা সুবিধাভোগীরা গেট দিয়ে বাহির করে নিয়ে আসে।
এরপরও এতোগুলা চাল মিল ঘরে জমা আছে বিষয়টা আমার বোধগম্য নয়। আমি এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি জানাচ্ছি।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন,খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলীহাটের মনসাপুর গ্রামে অভিযান চালিয়ে একটি মিল ঘর থেকে প্রায় ৫ হাজার কেজি (১৮০ বস্তা) সরকারি চাল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০৪টি সরকারি খালি বস্তা পাওয়া গেছে।
অভিযানের সময় চাল ও মিল মালিকে পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। পরবর্তীতে নিয়মিত মামলায় জড়িতদের নাম উল্লেখ সহ সুষ্ঠ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।