বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির ১ মাসের জেল

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে হাসিবুল ইসলাম নামে এক মাদকসেবির ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯ টা’য় দেবীগঞ্জ পৌর সদরের মুন্সীপাড়া এলাকায় উপপরিদর্শক শচীন্দ্র নাথ সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল। এসময় একটি ভুট্টা ক্ষেতে মাদক সেবনরত অবস্থায় হাসিবুল ইসলামকে আটক করে পুলিশ। পরে রাতে ১০ টা’য় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তাকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন।

সাজাপ্রাপ্ত হাসিবুল ইসলাম দেবীগঞ্জ পৌরসভার মুন্সীপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।

একই দিনে পুলিশের অভিযানে আরো দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের একজন উপজেলার দন্ডপাল ইউনিয়নের ঢাকাইয়া পাড়া এলাকার আবু সাঈদের ছেলে ছেলে ইউনুছ আলী (৩৮)। আরেকজন দন্ডপাল ইউনিয়নের হাকিমপুর গ্রামের আব্দুস সোবহানের পুত্র রিয়াজ উদ্দিন (৪৮)। রিয়াজের কাছ থেকে ১৮ পিচ এবং  ইউনুছের কাছে ১০ পিচ ট্যাপেন্টাডল পাওয়া যায়।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীদের আজ আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ