পঞ্চগড়ের দেবীগঞ্জে চীনের অর্থায়নে উত্তরাঞ্চলে ১০০০ শয্যার একটি আধুনিক চায়না-বাংলাদেশ হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
সম্প্রতি উত্তরাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবার দাবিতে বিভিন্ন জেলা ও উপজেলায় শুরু হওয়া আন্দোলনের প্রেক্ষাপটে, পঞ্চগড়ের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি পাঠান জেলা প্রশাসক।
এই ধারাবাহিকতায় গতকাল (১৮ এপ্রিল) দেবীগঞ্জে প্রস্তাবিত হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। দাবির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদনও জমা দেন।
এরই পরিপ্রেক্ষিতে শনিবার (১৯ এপ্রিল) দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থান ঘুরে দেখেন জেলা প্রশাসক। পরিদর্শনে তার সঙ্গে ছিলেন ইউএনও, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও পেশাজীবী ব্যক্তিরা।
পরিদর্শনের শেষ পর্যায়ে বাংলাদেশ প্রজনন ও বীজ উৎপাদন কেন্দ্রের একটি খালি জায়গাকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হয়। জানা গেছে, মোট ৩৮৩ একর জমির মধ্যে সবটুকুই বর্তমানে ব্যবহৃত নয়, ফলে হাসপাতাল নির্মাণের জন্য সেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে।
উল্লেখ্য, এই হাসপাতাল নির্মিত হলে উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।