শিরোনাম
চিলমারীতে জোড়গাছ হাটে খাস খাজনা আদায়ে অনিয়ম দুর্নীতি চিলমারীতে মিলারদের মাঝে চাল বিভাজনে অনিয়মের অভিযোগ  বেরোবিতে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও গণজমায়েত দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’ : নাহিদ ইসলাম লালমনিরহাটে ছাত্রলীগ সভাপতিসহ গ্রেপ্তার ৪ বিএনপি এলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে: সারজিস আলম পলাতক স্বৈরাচারের দোসরদের দেশত্যাগের সুযোগ করে দেওয়া হচ্ছে : তারেক রহমান গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক প্রিন্স গ্রেপ্তার কৌশলগত নেতৃত্ব বিকাশের আহবান সেনাপ্রধানের আ.লীগ নিষিদ্ধের দাবি সরকার বিবেচনা করছে, দ্রুতই সিদ্ধান্ত
শনিবার, ১০ মে ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

ডেস্ক নিউজ / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশচন্দ্র রায় নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে অপহরণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার ও প্রধান বিরোধী দল কংগ্রেস। ভারতের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে ‘অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়ন’ হিসেবে বর্ণনা করেছে। আলাদা বিবৃতিতে কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ‘বারবার ও অত্যন্ত উদ্বেগজনক হামলার’ ঘটনা ঘটেছে। উভয় বিবৃতিতে হিন্দুসহ সব সংখ্যালঘুর হত্যার ঘটনার বিচার ও তাঁদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, ৫৮ বছর বয়সী ভবেশচন্দ্র রায় বিরামপুরের বাসুদেবপুরের বাসিন্দা ছিলেন। তিনি বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের বিরামপুর (প্রকৃত ঘটনাস্থল বিরল) ইউনিটের সভাপতি ছিলেন। দুটি মোটরসাইকেলে আসা চার ব্যক্তি তাঁকে বাড়ি থেকে অপহরণ করে।

এরপর, গত বৃহস্পতিবার গভীর রাতে ভবেশচন্দ্র রায়ের ক্ষতবিক্ষত মরদেহ বাড়িতে পাঠানো হয়।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ রায়ের হত্যাকাণ্ডের নিন্দা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই অপহরণ ও মর্মান্তিক মৃত্যু এই অঞ্চলে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার এক উদ্বেগজনক স্মারক।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারকে অজুহাত তৈরি না করে বা ভেদাভেদ না করে হিন্দুসহ সব সংখ্যালঘুকে সুরক্ষা দেওয়ার দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছি।’

 

এই বিবৃতি ভারতের পররাষ্ট্র দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

বাংলাদেশি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়া দাবি করেছে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভবেশ রায় তাঁর একটি কল পান। পরিবার কথোপকথনের কোনো অংশ শুনতে না পেলেও, আধঘণ্টা পর দুটি মোটরসাইকেল তাদের বাড়ির সামনে থামে। চারজন যুবক বাড়িতে জোর করে প্রবেশ করে এবং টেনেহিঁচড়ে বের করে নিয়ে যায়।

পরে রাত ১০টার দিকে ভবেশ রায়ের রক্তাক্ত দেহ ভ্যানে করে বাড়িতে পাঠানো হয়। এরপর তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যোগাযোগ বিষয়ক সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বারবার এবং অত্যন্ত উদ্বেগজনক হামলার ঘটনা ঘটেছে। হিন্দু মন্দির অপবিত্র করা থেকে শুরু করে সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসার ওপর সুনির্দিষ্ট হামলা হয়েছে। ভয়ভীতি প্রদর্শন ও নৃশংসতার এই ধারা উপেক্ষা করা যায় না।’

কংগ্রেস নরেন্দ্র মোদী সরকারকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে বিষয়টি উত্থাপন করার এবং একটি দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। রমেশ লিখেছেন, ‘আমরা আবারও দাবি করছি যে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার সম্পূর্ণভাবে সুরক্ষা করা হোক।’

সূএ : আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ