শিরোনাম
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গাইবান্ধায় আ.লীগের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, খুলে নিয়ে গেছে জানালার গ্রিল-রড চিলমারীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার মার্কিন মধ্যস্থতায় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান আরব সাগরে ভারতের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা ও স্কুলশিক্ষক কামাল গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা পাকিস্তানকে ১.৪ বিলিয়ন ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত আইএমএফের আরও দুইদিন থাকবে তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে যা জানা গেল তিন বিমান ঘাঁটি আক্রান্তের পর ভারতে পাল্টা হামলা পাকিস্তানের
রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

রংপুরের মিঠাপুকুরে ভেজাল খাদ্য বিক্রয়; প্রশাসনের অভিযানে ২ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি দোকানে ভেজাল খাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। উপজেলার শুকুরেরহাট মিল্লাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদ ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, মাধ্যমিক শিক্ষা অফিসার ও মিঠাপুকুর থানার একটি টীম উপস্থিত ছিলেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার শুকুরেরহাট এলাকায় মিল্লাদ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মুকুল মিয়া দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক উপাদান দিয়ে গুড় তৈরি ও বিক্রয় করে আসছিলেন। ইতিপূর্বেও প্রশাসন অভিযান চালিয়ে ভেজাল গুড় উৎপাদন না করার জন্য তাকে সতর্ক এবং জরিমানা করেছিলেন। কিন্তু মিল্লাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী মুকুল মিয়া আইনের চোখকে ফাঁকি দিয়ে তার কার্যক্রম চালিয়ে আসছিলেন। অবশেষে প্রয়াসন অভিযান করে খাদ্যদ্রব্যে উৎপাদন ও বিক্রয় ভঙ্গ এবং নিয়মানুযায়ী নির্ধারিত পদ্ধতিতে মোড়কিকরন, চিহ্নিতকরন ও লেবেলিং না করেই অস্বাস্থ্যকর পরিবেশে খাদদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেন প্রশাসন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল খাদ্য বন্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ