শিরোনাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আংশিক দাবি পূরণ হয়েছে, আ. লীগের বিচার ত্বরান্বিত করুন, ডা. শফিকুর রহমান রোববার বন্ধ থাকবে পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গাইবান্ধায় আ.লীগের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, খুলে নিয়ে গেছে জানালার গ্রিল-রড চিলমারীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার মার্কিন মধ্যস্থতায় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান আরব সাগরে ভারতের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা ও স্কুলশিক্ষক কামাল গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
রবিবার, ১১ মে ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

লালমনিরহাটে হেরোইনসহ ছাত্রদল নেতা আটক

ডেস্ক নিউজ / ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

লালমনিরহাটে হেরোইনসহ ছাত্রদল নেতা রবিউল ইসলামকে (৩০) আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাতে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে আট পুড়িয়া হেরোইন ও সেবনের সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।

লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্যসহ আটক ছাত্রদল নেতা রবিউল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে। তিনি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।

লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, রাতের অন্ধকারে নির্জন স্থানে বসে ৪-৫জন যুবক হেরোইন সেবন করছিলেন। চার সদস্যের পুলিশের টিম নিয়ে তিনি ওই স্থানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন যুবক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে হেরোইন ও সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন গণমাধ্যমকে জানান, হেরোইনসহ আটক পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে শুক্রবার রাতেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ