শিরোনাম
তারাগঞ্জে শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যা: রূপলালের মেয়ের বিয়েতে ১ লাখ টাকা অনুদান উপজেলা প্রশাসনের ভারতে নিখোঁজ শিশু, লাশ মিলল লালমনিরহাটের পাটগ্রামে ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান প্রায় ৪ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু কিশোরগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী বাকিতে সিগারেট না দেয়ায় কামড়ে দোকানদারের কান ছিঁড়ে ফেললেন যুবক জামায়াতের আয় বিএনপির প্রায় দ্বিগুণ কিশোরগঞ্জ উপজেলাকে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা  গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় ১৯ দিনের শিশুসহ নিহত ৩, আহত ৫
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর

ডেস্ক নিউজ / ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

বান্দরবানে জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিস হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত কালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে অফিসে প্রবেশ করে তালা ভেঙে ভাঙচুর চালায়।

স্থানীয়রা জানান, বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা এলাকায় অবস্থিত বিএনপির ওই কার্যালয়ের আসবাবপত্র লুটে নেওয়া হয় এবং চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানসহ জেলা বিএনপি নেতাদের ছবি ভেঙে ফেলা হয়। এছাড়া পার্শ্ববর্তী দেয়ালে ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’—এই স্লোগানগুলো লিখে যায় হামলাকারীরা।

 

৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল জলিল অভিযোগ করে বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশের নির্দেশে এ হামলা চালানো হয়েছে। ছাত্র-জনতার গণ-আন্দোলনে হামলা ও মামলার অন্যতম অভিযুক্ত অজিত দাশ বর্তমানে পলাতক থাকলেও, তার নিয়ন্ত্রিত সন্ত্রাসী বাহিনী এখনও এলাকায় তৎপর রয়েছে।’ তারা দ্রুত দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ এর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যোগাযোগ করার জন্য মুঠোফোনে কল দিলে তার ব্যক্তিগত ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় নেতাকর্মীদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ