পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহী-নাটোর মহাসড়কে মোটরযানের গতি নিয়ন্ত্রণ এবং হেলমেট না ব্যবহারকারী মোটরযানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে বিআরটিএ রাজশাহী।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পুঠিয়ার বিড়ালদহ হাইওয়ে মহাসড়কে বিআরটিএ এর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে যাত্রীবাহী বাসে অতিরিক্ত গতি বাড়িয়ে চালানোর কারণে এবং হেলমেট না পরার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, শিরোইল বাস টার্মিনালে হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক মোবাইল কোর্ট বসিয়ে যাত্রীদের অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেন বিআরটিএ ম্যাজিস্ট্রেট। পরে হানিফ কাউন্টারকে শেষবারের মতো সতর্ক করে পরবর্তীতে কাউন্টার সিলগালা করার হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়াও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ, কাগজপত্র চেকিংসহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ ও হাইওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।