শিরোনাম
ডিআইজির কাছে রংপুর রিপোর্টার্স ক্লাবের স্মারকলিপি গোবিন্দগঞ্জে সরকারি ১শ’১৯ বস্তা চালসহ বিএনপি নেতা সাবু গ্রেপ্তার রংপুরে শিশুদের ঝগড়া ঘিরে উত্তেজনা, বসতবাড়ি ভাঙচুর ও দুজনকে কুপিয়ে জখম চাঁদা না পেয়ে কাজে বাঁধা : চেয়ারম্যান-বিএনপি নেতার সঙ্গেও উচ্চবাচ্য বিএনপির ওয়ার্ড নেতার  খালেদা জিয়া ভালো আছেন, জাতির প্রয়োজনে নেতৃত্বও দেবেন: ডা. জাহিদ হিলিতে বিচার দাবীতে এলাকাবাসী মানববন্ধন,বিক্ষোভ  অনুষ্ঠিত  খালেদা জিয়ার ভাগনে তুহিনকে মুক্তি না দিলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার আইন কার্যকর: আসিফ নজরুল খালেদা জিয়া দেশে ফেরায় ‘আনন্দিত’ জিএম কাদের, বললেন প্রত্যাশার কথা ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা
বুধবার, ০৭ মে ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসজুড়ে রংপুর মহানগর ছাত্রদলের কর্মসূচী

ডেস্ক নিউজ / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

সাবেক তিনবারে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানের আশু ও সুস্থতা কামনায় পবিত্র রমজানে মাসজুড়ে রংপুরে অসহায় দুঃস্থ, ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও সেহেরি বিতরণ করেছেন মহানগর ছাত্রদল।

প্রতিদিন নগরীর বিভিন্ন জায়গায় ইফতার ও সেহেরিতে এতিম, অসহায়, ছিন্নমূল, পথচারী ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন সংগঠনটি।

গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান ও ছাত্রদল নেতা মেহেদী হাসানের উদ্যোগে নগরীর বিভিন্ন জায়গা দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয় ।

এসময় রংপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ন আহবায়ক জুনায়েদ হোসেন অনিক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মারুফ, রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাবেক আহ্বায়ক রোমিও, মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সুমন, লাবিব, মিলন ও ২৩,২৫, ১৪ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাবেক আহ্বায়ক রোমিও বলেন, আমাদের দেশে অসহায় মানুষের সংখ্যা অনেক বেশি, কিছু মানুষের অসহায়ত্ব দেখে নিজের অজান্তেই চোখ থেকে পানি বেরিয়ে আসে। কিছু মানুষ সেহেরি না করে রোজা থাকছে। কিছু মানুষ নাকি ইফতার করে পানি দিয়ে তারপর থেকে সেহেরি পর্যন্ত কিছু না খেয়ে আছে। অল্প কিছু অসহায় মানুষের পাশে দারাতে পেরেছি। তাই আমরা যে যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দারাই যতটুকুই পারিনা কেনো তাদের সাহায্য করেছি।

মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে জনকল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি বলেন, সহমর্মিতা ও সংযমের মাস রমজানের শুরু থেকে ছাত্রদল নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে রয়েছেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে সম্প্রীতি ও ভালোবাসা ভাগ করে নেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ