ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলা নববর্ষের শোভাযাত্রায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ থাকছে না। প্রথমদিকে শোভাযাত্রায় আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ রাখার কথা উঠলেও তার পরিবারের সদস্যরা না চাওয়া সে সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ গণমাধ্যমকে বলেছেন, শহীদ আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ নিয়ে প্রাথমিক স্কেচ হয়েছিল। এর মাধ্যমে আবু সাঈদের বীরত্বকে তুলে ধরার বিষয়ে প্রাথমিকভাবে কেউ কেউ চিন্তা করেছিলেন। কিন্তু, যেহেতু আবু সাঈদের পরিবার চাইছে না, তাই এ বিষয়ে অনেকের চিন্তা থাকলেও সেখান থেকে সরে আসা হয়েছে।