রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতা-কর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং রানীপুকুর ইউনিয়ন শাখার সভাপতি জনাব মো: মোজাহিদুল ইসলাম মোজাহিদ
তার বক্তব্যে বলেন,১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে আজ হয়ত আমরা বাংলাদেশ নামক ভু খন্ড পেতাম না। আমরা আজকের এই আয়জন থেকে দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন জাতীর এই মহাবীরকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষকে অরক্ষিত রেখে আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন। সে সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে দিক নির্দেশনা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জুলাই আগস্টের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন ২৬শে মার্চ আমাদের কাছে শুধু একটি তারিখ নয়; এটি আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা কোনো সহজে অর্জিত সম্পদ নয়। এটি আসে ত্যাগের মাধ্যমে, আসে অগণিত মানুষের রক্ত ও ঘামের বিনিময়ে।আমাদের এই স্বাধীনতা শুধুমাত্র একটি পতাকার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের গর্ব, আমাদের অধিকার, এবং আমাদের দায়িত্বের প্রতীক। এই দিনটি আমাদের শিখিয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সত্য ও ন্যায়ের পথে চলতে।