বুধবার, ০৭ মে ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

কুড়িগ্রামে ধরলা সেতুর বালু চরে একটি মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ

ডেস্ক নিউজ / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ধু ধু বালু চরে একটি মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতুর দক্ষিণে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে।

জানা গেছে, মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুর বাইরে বেরিয়ে থাকা মানুষের পা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে শত শত জনতা জড়ো। পুলিশকে খবর দিলে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, মরদেহটি সম্পূর্ণ অংশ বালুর নিচে ছিল, পা দুটি বাইরে ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের ক্রাইম টিমকে অবগত করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ