শিরোনাম
আবারও বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪ জেলায় বন্যার শঙ্কা বাল্যবিবাহ করতে গিয়ে ৭ দিনের কারাদণ্ড পেল বর এই প্রজন্ম এরইমধ্যে ৭১-কে অতিক্রম করেছে: নাহিদ ইসলাম ঢাবির হল ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, তদন্তে কমিটি সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসান আ. লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে : গয়েশ্বর হাত-পা ভাইঙা দিলেও ছেলেটারে জীবিত দেখবার পাইতাম’ রংপুরে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি মালিকের নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো: তারেক রহমান টকশো করে লাখ টাকা আয় করেন, জানালেন হান্নান মাসউদ
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি স্বাধীন গ্রেফতার

ডেস্ক নিউজ / ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ১টার সময় নগরীর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

গ্রেফতার স্বাধীন রংপুর নগরীর কামারপাড়া এলাকার বাসিন্দা। ছাত্রলীগের এই নেতা দুই বছর আগে ছাত্র রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় মহানগর ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করে সহকারী স্টেশন মাস্টার পদে চাকরিতে যোগদান করেন। স্বাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নগরীর টাউনহল এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ গুলি ছোড়েন এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। এতে অনেকের সঙ্গে হামলায় আহত হন নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদ। এ ঘটনায় তিনি গত বছরের ৭ নভেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় আরও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গ্রেফতার হওয়া মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান স্বাধীন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি পালিয়ে ছিলেন। রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ