বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ১টার সময় নগরীর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
গ্রেফতার স্বাধীন রংপুর নগরীর কামারপাড়া এলাকার বাসিন্দা। ছাত্রলীগের এই নেতা দুই বছর আগে ছাত্র রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় মহানগর ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করে সহকারী স্টেশন মাস্টার পদে চাকরিতে যোগদান করেন। স্বাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নগরীর টাউনহল এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ গুলি ছোড়েন এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। এতে অনেকের সঙ্গে হামলায় আহত হন নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদ। এ ঘটনায় তিনি গত বছরের ৭ নভেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় আরও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, গ্রেফতার হওয়া মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি সাফিউর রহমান স্বাধীন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি পালিয়ে ছিলেন। রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।