শিরোনাম
নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ওয়েবসাইট উদ্বোধন মিঠাপুকুরে গ্রেফতার এড়াতে পলাতক অধ্যক্ষ,স্থবির পাঠদান আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব কালীগঞ্জে নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও তামাক ক্রাশঃ তিন প্রতিষ্ঠানকে জরিমানা ৫ আগস্টের পর থেকে অপুর সঙ্গে যোগাযোগ নেই : উপদেষ্টা আসিফ হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ অপুকে গ্রেপ্তারের আগে অপহরণ করে আসিফ-নাহিদের নাম শুনতে চাওয়া হয়: অপুর স্ত্রী রংপুরে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ, নিধন হলো সব মাছ, ক্ষতির পরিমাণ প্রায় ৫৭ হাজার টাকা। তিস্তার পানি বিপৎসীমার ওপরে, তলিয়ে যাচ্ছে রংপুরের বিস্তীর্ণ এলাকা
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

দিনাজপুরের খানসামায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

ডেস্ক নিউজ / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধ একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

আজ রোববার (৯ মার্চ) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া এলাকার টু স্টার ব্রিক্সকে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার। অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তথ্য ও অভিযোগ শাখা, তথ্য প্রদানকারী কর্মকর্তা, প্রবাসী কল্যাণ শাখা) মো. মনোয়ার হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমূল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আবু সায়েম।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাটার বেশ কিছু অংশ গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটার সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে তারা (ভাটার মালিকরা) যদি আবারও অবৈধভাবে ভাটার কার্যক্রম শুরু করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের এই বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ