শিরোনাম
রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টিসহ উড়িয়ে দেবো, হুমকি দাতা কৃষকদল নেতা বহিষ্কার  কাউনিয়ার হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত  দিনাজপুর বোর্ডে এসএসসির ফল চ্যালেঞ্জ করে ৫৭ জন পেলেন জিপিএ-৫, ফেল থেকে পাস ৯৯ জন নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, এইচএসসির বাংলা ১ম পত্র পরীক্ষা দেয়া হচ্ছে না আলোচিত আনিসার পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। জনজীবনে অত্যাবশ্যকীয় ৩৩টি ওষুধের দাম কমেছে মাদকের টাকার জন্য ৩ মাসের শিশুকন্যাকে বিক্রি করলেন বাবা দেড় মাস পর বড়পুকুরিয়া খনি থেকে ফের কয়লা উত্তোলন শুরু পুলিশের প্রিজন ভ্যানেই সিগারেট খেতে দেখা গেলো গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার অন্যতম আসামীকে!
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ৪ ফুট লম্বা রামদা নিয়ে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

 

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রকাশ্যে চার ফুট লম্বা রামদা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলাকারী জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে নগরীর স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। সাদ্দাম নিহত মুন্না হত্যা মামলার এজাহার নামীয় আসামি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে যুবলীগ নেতা সাদ্দামকে গ্রেফতার করার জন্য তাকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। অবশেষে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয় রংপুর নগরীর স্টেশন এলাকায় একটি বাসায় আত্মগোপন করে আছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

পুলিশ আরও জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট যুবলীগ নেতা নাহিদ হাসান সাদ্দাম বিশাল আকারের রামদা নিয়ে আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা চালান। তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই দিন নগরীর রাজা রামমোহন ক্লাবের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুন্না। পরে মুন্না হত্যার ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহামেদকে প্রধান আসামি করে ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। যুবলীগ নেতা সাদ্দাম ওই হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে পুলিশ জানিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, মুন্না হত্যা মামলার প্রধান আসামী সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহামেদসহ বেশ কয়েকজন আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ