আজ শনিবার ( ৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে
জাতীয়তাবাদী ওলামা দল আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল আলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মো: মীম খিজির, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, যুগ্ম আহবায়ক এ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সদস্য শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, পঞ্চগড় জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মো: খায়রুল ইসলাম।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামা দলের আটোয়ারী-তেঁতুলিয়া-পঞ্চগড় সদর উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।