শিরোনাম
মামলা নেই, এমন আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি: মোস্তফা ক্যাসিনো কাণ্ডের হোতা সেলিম প্রধান ওরফে ডন সেলিম গ্রেপ্তার জশনে জুলুছে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু, আহত অন্তত ১০ শর্ট টাইম মেমোরি লস করছেন নুর, বিদেশে পাঠানোতে গড়িমসি দিনাজপুরের পার্বতীপুরে র‍্যাবের অভিযানে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে ধান চাষ বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়েই হয়েছে: শামা ওবায়েদ ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কায় রাজপথের কর্মসূচিতে যাচ্ছে এনসিপি ক্ষমতায় টিকে থাকতে ভারতকে ৯০০ একর জমি বিনামূল্যে দেন হাসিনা রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়েই হয়েছে: শামা ওবায়েদ

ডেস্ক রিপোর্ট / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, জনগণের জন্য বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়েই হয়েছে।

তিনি বলেন, আমরা প্রতিজ্ঞা করতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোনো গুম-খুন হবে না। কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না। আর কোনো নারী ধর্ষিত হবে না। আমরা বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত দেখতে চাই। এই নতুন দিগন্তের সূচনা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে হবে।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়ক মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, এই দেশে একটি স্বচ্ছ সংসদ চাই। সেই সংসদের এমপিরা জনগণের চাওয়া-পাওয়া ও বাংলাদেশের জন্য কাজ করবে। কোনো দেশের হয়ে কাজ করবে না। ষড়যন্ত্র এখনো চলছে, যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। ষড়যন্ত্র চলমান আছে, বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য। তাই আমাদের সকলকে সাবধান থাকতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা-বার্ষিকীর গুরুত্ব তুলে তিনি বলেন, আমার সামনে শতশত মানুষ আছেন, যারা শহীদ জিয়াকে দেখে নাই এবং যারা খালেদা জিয়াকে চেনেন না। তাদেরকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। যার জন্য আমরা প্রতি বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। কারণ এই প্রকৃত ইতিহাস গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী না, এই দিনটি হচ্ছে বাংলাদেশের নবজাগরণ ও নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দিন।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে যত ভালো কাজ ও যত উন্নয়ন হয়েছে, সব বিএনপির সময় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়ে শুরু করেছিলেন এখন তারেক রহমান দিয়েছেন ৩১ দফা। যে ৩১ দফার মধ্যে আছে, যদি বিএনপি জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে তাহলে প্রথম ১৮ মাসে ১ কোটি যুবককে চাকুরী দিবে। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রত্যেকটি সুবিধা যাতে বাংলাদেশের জনগণ সমানভাবে পায় সেই উদ্যোগের কথা বলা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ