শিরোনাম
দিনাজপুরের পার্বতীপুরে র‍্যাবের অভিযানে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যালয়ের খেলার মাঠে ধান চাষ বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়েই হয়েছে: শামা ওবায়েদ ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কায় রাজপথের কর্মসূচিতে যাচ্ছে এনসিপি ক্ষমতায় টিকে থাকতে ভারতকে ৯০০ একর জমি বিনামূল্যে দেন হাসিনা রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর আজ পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আ.লীগ মুক্তিযুদ্ধের নয়, ছেঁচড়া-বাটপারের দল: ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগ ভারত ও জামায়াত পাকিস্তানপন্থী দল: রিজভী রংপুরের কাউনিয়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

কুড়িগ্রামে গাছ থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রিপোটারের নাম / ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারের পাশে ভেলং নামে এক ব্যক্তির বাড়ির খোকসার গাছে উঠে পড়ে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। মুহূর্তে খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখতে ছুটে আসে শতশত জনতা।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গ্রামের কাঁচা সড়কে গাছটির গোড়ায় অজগর সাপটিকে শুয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, সাপটিকে প্রথম শুয়ে থাকতে দেখে এক শিশু। পরে সে চিৎকার দিলে আশে-পাশের লোকজন ছুটে আসে। এসময় স্থানীয়দের শোরগোলে ভয় পেয়ে সাপটি খোকসার গাছের ১২ থেকে ১৫ ফুট ওপরে উঠে একটি ডালে শুয়ে থাকে। এসময় আতঙ্ক ছড়িয়ে পুরো এলাকাজুড়ে। অজগর সাপ গাছে ওঠার খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখার জন্য ছুটে আসেন বিভিন্ন বয়সের নারী, শিশুসহ শত শত মানুষ।

এর আগে অজগর সাপ গাছে উঠার ঘটনা দেখেননি তারা। অত্র এলাকায় বনজঙ্গল না থাকলেও বিগত সময়ের কোন বন্যায় পার্শ্ববর্তী ধরলা নদী থেকে সাপটি উঠে আসতে পারে বলে ধারনা তাদের।

এরপর, খবর পেয়ে গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছা সেবী সাপটিকে উদ্ধার করে। পরে বনবিভাগের সহযোগিতায় সাপটিকে বস্তায় বনবিভাগের অফিসে নিয়ে আসা হয়। আলোচনা করে সাপটিকে নিরাপদে স্থানে অবমুক্ত করার কথা জানান তারা।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া জানান, এর আগে এই এলাকায় এমন ঘটনা চোখে পড়েনি। আমরা এই অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছি। এই এলাকায় অজগর সাপের কোন অভয়ারণ্য না থাকলে দেড় কিলোমিটার দূরের ধরলা নদী থেকে এটি উঠে আসতে পারে বলে মনে হচ্ছে।

বন বিভাগের সেবাকর্মী আশরাফুল হক জানায়, খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়েছি। পরবর্তীতে আলোচনা করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী জানান, কুড়িগ্রাম সদর উপজেলার আগমনী বাজারে একটি অজগর সাপ মানুষের চোখে পড়ে এবং গ্রিন ভিলেজ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক মো. হোসেন আলী সাপটি উদ্ধার করে, পরবর্তীতে বন বিভাগ ও প্রশাসনের সহযোগিতায় বন অফিসে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ১০ ফুট দৈর্ঘ্যের সাপটির আনুমানিক বয়স ১০ বছর হতে পারে। আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত, তাই বন্যপ্রাণী উদ্ধারে কুড়িগ্রাম জেলায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ