শিরোনাম
তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক সুইটি গ্রেপ্তার কালীগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী ফিরোজ হায়দারের মতবিনিময় অনির্দিষ্টকালের গণছুটি ঘোষণা পল্লী বিদ্যুৎ কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শামীম হায়দার পাটোয়ারী এবং জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারবে’ ত্রয়োদশ নির্বাচন: রোববার শুরু পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ রংপুরসহ দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস গাইবান্ধায় বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী পাটগ্রামের বাউরায় পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

স্বামীর লাশ নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই স্ট্রোক করে মারা গেলেন স্ত্রীও

ডেস্ক রিপোর্ট / ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ছায়দুল হক (৫৯) হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্ত্রীসহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী বিবি মরিয়ম (৫৫)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দম্পতি একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তাদের ৬ ছেলে ৩ মেয়ে রয়েছে।

কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তালেব টিপু বলেন, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্র ধরের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন বিবি মরিয়ম। স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মাথায় কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানির মেইলের সামনে অটোরিকশায় স্ট্রোক করে মরিয়ম রাস্তায় পড়ে যান। আবার একই চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শুক্রবার সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ