শিরোনাম
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

‘রংপুর অঞ্চলকে রাজনৈতিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে’

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, রংপুর সব বিপ্লবের সূচনাকারী হয়েও রাজনৈতিকভাবে এই অঞ্চলকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই অঞ্চলের মানুষ যাতে ডিজিটাল প্লাটফর্মে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে, এজন্য সরকার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রংপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক-বিসিসির কার্যালয়ে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই যোদ্ধাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে বিসিসির ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রংপুর আঞ্চলিক কার্যালয় সাত দিনব্যাপি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে।

বর্তমান যুগে ডিজিটাল স্কিলের প্রয়োজনীয়তা প্রসঙ্গে তিনি বলেন, আজকের প্রযুক্তি এমন জায়গায় পৌঁছে গিয়েছে, যেখানে নতুন প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান না থাকলে আমরা সব ক্ষেত্রে পিছিয়ে পড়বো। সরকার প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সারা দেশে পর্যায়ক্রমে এক লাখ শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণের আওতায় একজন শিক্ষার্থী ঘরে বসে ডিজিটাল স্কিলস অর্জন করে দেশ-বিদেশে বিভিন্ন প্লাটফর্মে কাজ করতে পারবে।

এর বাদেও, প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সরকার ভ্রাম্যমাণ ল্যাব তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে জুলাই যোদ্ধারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন। সরকার জুলাই যোদ্ধাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জুলাই যোদ্ধাদের ডিজিটাল স্কিলস বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। ইডিজিই প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি রংপুর বিভাগ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ডক্টর মো. তৈয়বুর রহমান।

উল্লেখ্য যে, সাত দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কোর্সে দুই ব্যাচে রংপুর বিভাগের মোট ৪৯ জন জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেছেন। সাত দিনের এই কোর্সের আওতায় বেসিক আইসিটি, MySQL ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ