ডিজিটাল দুনিয়ায় প্রতিনিয়ত বাড়ছে নানা ধরনের ঝুঁকি ও জটিলতা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক কিংবা জিমেইল এসব প্ল্যাটফর্মে প্রায়ই ব্যবহারকারীরা পড়েন আইডি হ্যাক, লগইন সমস্যা, ভেরিফিকেশন কিংবা রিকভারি জটিলতায়। এসব জটিল সমস্যার কার্যকর সমাধান করে চাঁদপুরের তরুণ রাফান রাজ আজ দেশের তরুণ প্রজন্মের আস্থার নাম হয়ে উঠেছেন।
রাফান রাজ মূলত একজন দক্ষ আইটি এক্সপার্ট। তিনি দীর্ঘদিন ধরে ওয়েবসাইটসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের জটিল সমস্যার সমাধান দিয়ে আসছেন তার টিম নিয়ে। তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে হারানো কিংবা হ্যাক হওয়া একাউন্ট ফিরে পেয়েছেন অসংখ্য মানুষ। শুধু তাই নয়, ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন সচেতনতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছেন তিনি।
স্থানীয় তরুণ-তরুণী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা এবং প্রবাসী বাংলাদেশীরাও এখন নির্ভর করছেন রাফান রাজের টিমের ওপর। অনলাইনে নানা সমস্যার সমাধান দেয়ার পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের পরামর্শও দিয়ে থাকেন। ফলে তার টিম এখন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে ভরসার প্রতীক হয়ে উঠেছে।
রাফান রাজ বলেন, ‘প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, তবে এর ঝুঁকিও অনেক। আমি চাই সাধারণ মানুষ যেন নির্ভয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে। এজন্যই আমি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, বড় পরিসরে কাজ করার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দেয়ার স্বপ্ন রয়েছে তার।
২০১৩ সাল থেকে সাইবার জগতে যাত্রা শুরু করেন রাফান রাজ। শুরুতে পরিবার, বন্ধু-বান্ধব এমনকি আত্মীয়-স্বজনের কাছ থেকেও নানা বাধা-বিপত্তির মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু তিনি দমে যাননি। দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তিনি সাইবার দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন।
চাঁদপুরের এই তরুণ প্রমাণ করেছেন, দক্ষতা, আত্মবিশ্বাস আর ইতিবাচক মানসিকতা থাকলে যে কেউ নিজেকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করতে পারে। তরুণ প্রজন্মের কাছে তিনি এখন শুধু একজন আইটি এক্সপার্ট নন, বরং এক অনুপ্রেরণার নাম।