বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

আপসহীন সংগ্রামের জন্য খালেদা জিয়াকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি বিএনপি নেতার

ডেস্ক রিপোর্ট / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

দেশের গণতন্ত্র রক্ষায় আপসহীন সংগ্রামের জন্য বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

তিনি বলেন, জেল-জুলুম শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও শুধু দেশের গণতন্ত্র রক্ষার জন্য বেগম খালেদা জিয়া এই দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাননি। এ জন্য অন্তর্বর্তী সরকারের উচিত নোবেল পুরস্কারের জন্য বিএনপির চেয়ারপারসনের নাম প্রস্তাব করা।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তাই এই দিনটি বাংলাদেশি মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। যে কারণে বাংলাদেশের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে বিএনপি সর্বদা অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ