বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির : শামীম পাটোয়ারী

ডেস্ক রিপোর্ট / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

দেশ ও রাজনীতির স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।

শামীম পাটোয়ারী বলেন, ‘এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির।

এখন যেমন জাতীয় পার্টিকে ব্যানের কথা অনেকে বলছে, যদিও ব্যাপারটা স্তিমিত হয়ে যাচ্ছে। আমরা খুবই ধন্যবাদ জানাই বিএনপিকে পার্সোনাল থ্যাংকস শেষ করে দিচ্ছি যে বিএনপি এই ফাদে পা দেয়নি। এখন পর্যন্ত ভবিষ্যতে কি করবে জানিনা। এই ফাদে পা না দেওয়া বিএনপির জন্য দরকার কেন? জাতীয় পার্টি যদি ব্যান হয়ে যায় আওয়ামী লীগ ব্যান আছে।

তাহলে ভোটের মাথায় থাকবে কে? মূলত তিনটি দল। তখন প্র্যাক্টিক্যালি আসনগুলো ভাগ হয়ে যাবে। ২০০ বিএনপি, ৫০ অমুক, ৫০ অমুক। এভাবে বাকি দলগুলো বিএনপিকে বলবে, আমাদের আরো ১০০ আসন না দিলে আমরা ভোটে যাব না।

আমাদেরকে এটা এটা দিতে হবে। বিএনপি পাপেট হয়ে যাবে। পলিটিক্যাল পাপেট হতে বাধ্য হবে। সো এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির।’

রাজনীতিতে কুলিং পিরিয়ড দরকার উল্লেখ করে শামীম পাটোয়ারী বলেন, ‘বিএনপি সে দায়িত্ব পালন করলে আমি মনে করি দেশের মঙ্গল, বিএনপির মঙ্গল, সকলের মঙ্গল।

জিয়াউর রহমান এই কাজটা ক্ষমতায় এসে করেছিলেন। সকল দলকে রিভাইভ করেছিলেন। যদি ২০০৬ সালে ভোটে আওয়ামী লীগ চলে আসতো, তাহলে বিএনপির উপর ইমিডিয়েটলি দুর্বিষহ নির্যাতন হতো। ইমিডিয়েটলি। কারণ তার আগে ২১শে আগস্ট ঘটেছে যে ২১শে আগস্ট নিয়ে সংসদে বলা হয়েছে ভেনিটিকে করে গ্রেনেট আনা হয়েছে, কিন্তু দুই বছরের কুলিং-এর পরে যেটা হয়েছে। ভোট হয়েছে। আওয়ামী লীগ কিন্তু ভোটের আটের পরেই ইমিডিয়েট বিএনপির উপর টর্চার করেনি। টর্চার শুরু হয়েছে আরো পরে। এটা কুলিং পিরিয়ড। এই কুলিং পটটা মনে হয় বাংলাদেশে খুবই দরকার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ