শিরোনাম
আওয়ামী লীগের মতো চাটার দল হওয়া যাবে না, নেতাকর্মীদের মির্জা ফখরুল কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘোড়ার গাড়িতে করে শিক্ষককে রাজকীয় বিদায় নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান কিশোরগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ মাওলানা ভাসানী সেতুর নিরাপত্তায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয়: রিজভী সরকারি চাল অবৈধভাবে খোলা বাজারে বিক্রি, বিএনপি নেতা গ্রেপ্তার কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে আ. লীগের মিছিলে ‘স্লোগান দেয়া’ সেই বাকপ্রতিবন্ধী সাইদ শেখের জামিন পুলিশ বাহিনীতে গড়ে উঠেছিল ২ গ্রুপ, নেতৃত্বে ছিলেন হাবিব-মনির
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

কুড়িগ্রামে ঘুমন্ত চার মাসের শিশুকে রেখে পাশের বাড়িতে মা, লাশ মিললো নদীতে

স্থানীয় রিপোর্ট / ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে চার মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় শিশুটির পিতা আমিনুল ইসলাম অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, রহস্য উদ্‌ঘাটন করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এই হত্যা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে রোববার (৩১ আগস্ট) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, র‌োববার সন্ধ্যায় ঘরে শিশুটিকে তার মা ঘুম পাড়িয়ে রেখে পাশের বাড়িতে বেড়াতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন শিশুটি বিছানায় নেই। শিশুকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতেই বাড়ির পাশে বামনী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।

স্বজনদের অভিযোগ, রোববার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা শিশু আরিফুলকে হত্যা করে তার লাশ বাড়ির পাশের বামনী নদীতে ফেলে দেয়। শিশুর পিতা আমিনুল ইসলাম বলেন, ‘আমার নিষ্পাপ সন্তানকে যে হত্যা করেছে, তার বিচার চাই।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ