শিরোনাম
মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, নারীকে পুড়িয়ে হত্যা বিকেলে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা রাজধানীতে পুলিশের ওপর কিশোর গ্যাং-এর হামলা, গুরুতর আহত পুলিশ সদস্য সুদানে ভূমিধসে হাজারের বেশি মানুষের মৃত্যু, নিশ্চিহ্ন পুরো গ্রাম কুড়িগ্রামে ঘুমন্ত চার মাসের শিশুকে রেখে পাশের বাড়িতে মা, লাশ মিললো নদীতে অনলাইন জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের ক্যান্সার হাসপাতালে কোটি টাকা অনুদান দিল জামায়াত ঠাকুরগাঁও রাণীশংকৈলে জিনের পুতুল প্রতারণা চক্রের ৬ সদস্য গ্রেফতার দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশের এসআই গাইবান্ধায় প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ, গ্রেফতার ২
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

গাইবান্ধায় নববধূকে বন্ধুদের দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭

স্থানীয় রিপোর্ট / ৫৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গাইবান্ধায় নিজের নববধূকে বন্ধুদের দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে, সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামের নাজিম উদ্দিনের মেয়ের বিয়ে হয়। গত বুধবার ২ লাখ ৩০ হাজার টাকা দেন মোহর ধার্য করে পারিবারিকভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের পর স্বামী আসিফ মিয়া স্ত্রীকে নিয়ে বাড়িতে যান। পরে বৃহস্পতিবার রাতে এ গণধর্ষনের শিকার হন বলে অভিযোগ উঠে।

ওই গৃহবধূর স্বজনরা অভিযোগ করেন, গত বুধবার (২৭ আগস্ট) সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের এক মেয়ের পারিবারিকভাবে বিয়ে হয়। বুধবার শেষ রাতে বিয়ে বিদায় হয়। বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে তাকে কৌশলে বেশ কয়েকটি বড়ি খাওয়ানো পর কয়েকজন মিলে স্বামীর সহায়তায় ধর্ষণ করে।

শুক্রবার দুপুর ২টার দিকে ওই নববধূর পরিবারের লোকজন তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ জানান, চিকিৎসা নিতে আসা ওই নববধূর শরীরে ধর্ষণ ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। ধর্ষণের শিকার ওই নারী অসুস্থ থাকায় বিস্তারিত জানা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ