বগুড়ার শেরপুরে নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে বসানো গ্রামীণ মেলায় চলছে অশ্লীল নাচ-গান ও জুয়ার আসর। স্থানীয় প্রশাসনের লিখিত অনুমতি ছাড়াই প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এসব কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে এক যুগেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে আসছে। এবছরও ২৭ আগস্ট থেকে শুরু হয় প্রতিযোগিতা, উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। প্রতিযোগিতাকে কেন্দ্র করে বসানো হয় সপ্তাহব্যাপী মেলা।
কিন্তু মেলায় দোকানপাট না বসে যাদু প্রদর্শনীর নামে তিনটি প্যান্ডেলে চলছে খোলামেলা নাচ-গান। টাঙ্গাইল ও যশোরের নিষিদ্ধ পল্লী থেকে আনা মেয়েদের দিয়ে এসব নাচ-গান চালানো হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। পাশাপাশি চলছে অবৈধ জুয়া ও লটারির ব্যবসা। খাজনার নামে দোকানিদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগও উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নৌকা বাইচ গ্রামের একটি আনন্দ উৎসব হলেও কিছু প্রভাবশালী ব্যক্তি এ আয়োজনকে অসামাজিক কার্যকলাপে পরিণত করেছেন। তরুণরা এসব দেখে বিপথগামী হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে মেলা কমিটির অন্যতম পৃষ্ঠপোষক ও সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবির বিপ্লব দাবি করেন, এখানে শুধু যাদু খেলা দেখানো হচ্ছে, অশ্লীল নাচ-গান নয়।
এ বিষয়ে শেরপুর থানার ওসির বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক খান জানান, মেলার অনুমতি নেওয়া হয়নি। সেখানে অশ্লীলতা চললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।