শিরোনাম
মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, নারীকে পুড়িয়ে হত্যা বিকেলে ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা রাজধানীতে পুলিশের ওপর কিশোর গ্যাং-এর হামলা, গুরুতর আহত পুলিশ সদস্য সুদানে ভূমিধসে হাজারের বেশি মানুষের মৃত্যু, নিশ্চিহ্ন পুরো গ্রাম কুড়িগ্রামে ঘুমন্ত চার মাসের শিশুকে রেখে পাশের বাড়িতে মা, লাশ মিললো নদীতে অনলাইন জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা যুবকের ক্যান্সার হাসপাতালে কোটি টাকা অনুদান দিল জামায়াত ঠাকুরগাঁও রাণীশংকৈলে জিনের পুতুল প্রতারণা চক্রের ৬ সদস্য গ্রেফতার দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশের এসআই গাইবান্ধায় প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ, গ্রেফতার ২
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা–ভাঙচুর

স্থানীয় রিপোর্ট / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। বিক্ষোভ শেষে উত্তেজিত নেতাকর্মীরা শহরের কাঠপট্টি এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

শনিবার (৩০ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

দলীয় কার্যালয়ের সামনে থেকে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শহরের স্টেশন রোডে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। সেখানে এক সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামসুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সভাপতি রবিউল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক মোনারুল ইসলাম মনা প্রমুখ।

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্র হত্যার সমান। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

পরে বিকেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে কাঠপট্টি এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা অফিসের নামফলক, ব্যানার, দরজা ও শাটার ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে ১০ থেকে ১৫ জন যুবক ভাঙচুরে অংশ নেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি সারোয়ার হোসেন শাহীন বলেন, আমাদের কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির প্রতিবাদে সভা চলছিল। তখনো হামলার চেষ্টা হয়েছিল, তবে আইন-শৃঙ্খলা বাহিনী তা প্রতিহত করে। পরে বিকেল ৪টার দিকে সভা শেষে কার্যালয়ে তালা দিয়ে নেতাকর্মীরা চলে গেলে কিছু যুবক এসে অফিসে হামলা চালায়। এই হামলা কাপুরুষোচিত ও পরিকল্পিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ