রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
এদিন সকালে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও আদালতে তোলা হয়। এক হাতে হাতকড়া পরা অবস্থায় তিনি বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সঙ্গে থাকা—এগুলো কি সন্ত্রাস? দেশের সূর্য সন্তানরা এ দেশ স্বাধীন করেছে, তাদের পাশে দাঁড়ানো কি সন্ত্রাস?”
তিনি আরও বলেন, “এই দুই হাত দিয়ে আমি লিখি।
সাংবাদিকরা কী লিখবে, কার পক্ষে লিখবে—বলুন আপনারা? সন্ত্রাসের বিরুদ্ধে লিখি, দুর্নীতির বিরুদ্ধে লিখি। এ হাত দিয়ে লেখাকে কি আপনারা সন্ত্রাস মনে করেন?”
সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না প্রশ্ন রাখেন, “মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানো—এটা কি সন্ত্রাস? দেশের সূর্য সন্তানদের সঙ্গে থাকা কি সন্ত্রাস মনে হয় আপনাদের? আসলেই কি আমরা সন্ত্রাস করেছি?”