বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর এলাকায় অভিনব কায়দায় সম্পর্ক তৈরি করে এক ব্যক্তিকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীকে বাড়িতে ডেকে উলঙ্গ করে ছবি তোলে এবং পরে ৪ লাখ টাকা দাবি করে হানি ট্র্যাপিং চক্রের সদস্যরা।
বৃহস্পতিবার ২৮ আগস্ট বিকাল আনুমানিক ৫টার সময় এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীকে মারধর করায় তিনি চিৎকার করলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজন নারী ও চারজন পুরুষকে আটক করে।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় সম্পর্ক তৈরি করে এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান, এটি একটি সংঘবদ্ধ চক্র। সাধারণত তারা ফেসবুক বা মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলে এবং পরবর্তীতে বাসায় ডেকে এনে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।