শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

দিনাজপুরে মধ্যপাড়া খনিতে বিস্ফোরক সংকট পাথর উত্তোলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ভুবন সেন, দিনাজপুর / ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বিস্ফোরক সংকটের কারণে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া পাথর খনিতে অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন ও খনির উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন। তবে খনির রক্ষণাবেক্ষণের কাজ চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, খনির পাথর উৎপাদন ও উন্নয়ন কাজে বিস্ফোরক অপরিহার্য উপাদান। কিন্তু নির্দিষ্ট সময়ে চাহিদামতো বিস্ফোরক সরবরাহে ব্যর্থ হওয়ায় উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর আগেও একাধিকবার একই কারণে খনির কার্যক্রম ব্যাহত হয়।

খনি বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন খনি উন্নয়ন ও উৎপাদন বন্ধ থাকলে ভারী যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। এতে খনির উৎপাদনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ প্রসঙ্গে এমডি প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেন, বিস্ফোরক সংকটের কারণে উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে রক্ষণাবেক্ষণের কাজ চালু থাকবে। আশা করছি দ্রুত সময়ে বিস্ফোরক খনিতে পৌঁছাবে।

অন্যদিকে স্থানীয়রা খনি সচল রাখতে এবং দেশের অভ্যন্তরীণ বাজারে পাথরের চাহিদা পূরণে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ