বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

জমি নিয়ে বিরোধের জেরে শালার লাঠির আঘাতে ভগ্নিপতি নিহত

স্থানীয় রিপোর্ট / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় শালার লাঠির আঘাতে দুলাভাই মোজাহার আলী বেপারী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাহার আলী বেপারী গিদার ইউনিয়নের প্রধানের বাজারের বেপারী পাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয় ও নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী, মোজাহার আলী বেপারী ওরফে খাজা বেপারী ও তার শালা লুৎফর রহমান ও নবীর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। মোজাহার আলী ওই জমির বিক্রয় মূল্য পরিশোধ করলেও তার শালারা জমি দলিল করতে অনীহা দেখাচ্ছিল। সম্প্রতি লুৎফর রহমান ও নবীর হোসেন ঢাকার কর্মস্থল থেকে এলাকায় ফেরেন।

জমি দলিলের বিষয়ে কথা বলতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শালা লুৎফর রহমান ও নবীর হোসেন লাঠি দিয়ে মোজাহার আলীকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছেন।

সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ